রবীন্দ্রনাথ

32

পূবের আকাশ আলো করে
উদয় হল রবি,
সে আমাদের বাংলা ভাষার
বিশ্বজয়ী কবি।

বিশ্ববাসী দিল হাসি
সোনার মুকুট তারে,
বুক ফাটে তাই বাংলাভাষীর
দীপ্ত অহঙ্কারে!

নোবেল নামের সোনার হরিণ
ইচ্ছা করে এসে,
রবির হাতে দিল ধরা
গভীর ভালোবেসে।

জগৎজোড়া আকাশ তলে
রবির কিরণ রেখা,
পূর্ব থেকে পশ্চিমে তাই
যাচ্ছে আজও দেখা।