রবীন্দ্রনাথ

41

রবীন্দ্রনাথ কাব্য মালার
ছন্দ কারিগর,
গান কবিতা গীতাঞ্জলির
অঝর বাতিঘর।

রবীন্দ্রনাথ ঘোর বর্ষায়
বিষটি ঝরার গান,
সুরের মোহে ছুটে চলা
নদীর কলতান।
রবীন্দ্রনাথ নীল আকাশের
চন্দ্র তারার হাসি,
স্নিগ্ধ তিনি ঘ্রাণ ছড়ানো
পুষ্প রাশি রাশি।

রবীন্দ্রনাথ শিল্পীর হাতের
আঁকা রঙিন ছবি,
বিশ্বালয়ে উজল তিনি
দীপ্ত তেজের রবি।