‘রফিক আহমদ : সমাজসেবায় আলোকবর্তিকা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

71

গত ১৪ জুলাই, মমতার প্রধান নির্বাহী ও সাবেক লায়ন্স গভর্নর রফিক আহমদ এর জীবন নিয়ে রচিত ‘রফিক আহমদ: সমাজসেবায় আলোকবর্তিকা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও দাঁড়িকমা পুরস্কার ১৯ অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ মনির হুসাইন কর্তৃক রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের অতি: বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি নাজিম উদ্দীন শ্যামল। স্বাগত বক্তব্য রাখেন দাঁড়িকমা প্রকাশনীর প্রকাশক আবদুল হাকিম নাহিদ। অভিমত প্রকাশ করেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, পুলিশ পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন, ইলমার নির্বাহী প্রধান জেসমিন সুলতানা পারু প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননী ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা রফিক আহমদ এর জীবন নিয়ে রচিত গ্রন্থের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং সামাজিক উন্নয়নে তার অবদান এবং স্বাস্থ্য সেবায় তাঁর কৃতিত্ব নিয়ে আলোকপাত করেন। প্রধান অতিথি ড.অনুপম সেন বলেন, “রফিক সমাজের একজন সত্যিকার পরোপকারী ও সমাজসেবক তার জীবন নিয়ে রচিত গ্রন্থের বিভিন্ন বিষয় অনেকের জন্যই অনুপ্রেরনা জোগাবে এবং তা সকলের জন্য শিক্ষনীয় বলে আমি মনে করি।” অনুষ্ঠানে আর্থ-সামাজিক উন্নয়নে এবং মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদানের জন্য মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ ও আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন ও জন নিরাপত্তায় পাঁচলাইশ থানার ইন্সপেক্টর শাহাদাৎ হোসেনকে দাঁড়িকমা পুরষ্কার ১৯ প্রদান করা হয়।প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রামের অতি: বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী বলেন, সমাজের সত্যিকার একজন আলোকবর্তিকা রফিক আহমদ এবং তা এই বইয়ের বিভিন্ন অধ্যায়ে রচিত হয়েছে এবং তাকে নিয়ে লেখার জন্য তিনি লেখককে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমেদ হাসান। বিজ্ঞপ্তি