রক্ত রঙে আঁকা

27

যে ছেলেটা পালক খুঁজে,খুঁজতে থাকে বাস
পেয়ে গেলে আহা মনের মিটে সকল আশা।
প্রতিদিনের মতো সেদিন বালক গাছে উঠে
দেখতে থাকে জলপাই রঙের যাচ্ছে গাড়ি ছুটে।

একি গাড়ি, গাড়িতো নয় অস্ত্রশস্ত্রে ভারি
তড়িঘড়ি অনেকগুলো নামছে মিলিটারি।
পরে নামায় গোলাবারুদ সাজোয়া মেশিনগান
দেখে বালক পালক ফেলে মুঠোয় নিলো প্রাণ।

বুক জড়িয়ে গাছকে ধরে বলে গাছের কাছে
আজ বুঝি ঠিক প্রাণটা যাবে কী আর করার আছে?
কাঁপছে বালক টলছে না ঠিক বাঁচতে তাকে হবে
শাস্তি তাদের প্রাপ্য ছিল চায় দিতে বাস্তবে।

যদিও বালক পালক খুঁজে,যুদ্ধ কি তা জানে
সবার সাথে কথা বলে বুঝেছে তার মানে।

বালক তখন আর কী বালক যোদ্ধা হয়ে ওঠে
মানবতার পক্ষে অস্ত্র ফুলকী হয়ে ফোটে,
মরল কতো দস্যুদানব নিশানা তার পাকা
সবুজ মাঠে লালবৃত্ত রক্ত রঙে আঁকা।