রক্তদানে উদ্বুদ্ধ করতে সাউদার্নে জেসিআই

54

তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটান রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির মেহেদীবাগ ক্যাম্পাসে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহায়তায় এ কর্মসূচি সম্পন্ন করা হয়। ‘ডান্ট শেড, ডোনেট বøাড’ এই মূলমন্ত্রকে সামনে রেখে অনুষ্ঠিত ক্যাম্পে জেসিআই চট্টগ্রাম কসমোপলিটানের সদস্যগণ এবং সাউদার্ন ইউনিভার্সিটির তরুণ শিক্ষাথীরা রক্তদান করেন। জেসিআই চট্টগ্রাম কসমোপলিটানের প্রেসিডেন্ট অসিম কুমার দাসের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত কর্মস‚চিতে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রফেসর সারোয়ার জাহান এবং বিশেষ অতিথি ছিলেন প্রফেসর হাসিনা জাকারিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. সাইদুল ইসলাম, হেমাটলজিস্ট ডা. জামাল উদ্দিন তানিন, জেসিআই চট্টগ্রাম কসমোপলিটানের ভাইস প্রেসিডেন্ট আবু বকর সাহেদ শান, সেক্রেটারি জেনারেল প্রকৌ. এসএম ইশতিয়াক উর রহমান, ট্রেজারার রাজু আহমেদ, জেনারেল লিগ্যাল কাউন্সিলর বোরহানউদ্দিন সাহেদ, সদস্য ইরফানুল আলম, ওমর হাসান, সুদর্শন মন্টি, মো. ইসমাইল, আয়াজ ইসলাম, ওয়ালিদ হাসান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সদস্য মো. তাহের। প্রধান অতিথি তার বক্তব্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসিডেন্ট অসীম কুমার দাস তরুণ সমাজ ও তরুণ উদ্যোক্তাদের সমাজের উন্নয়ন সাধনে এগিয়ে আসতে আহব্বান জানান। বিজ্ঞপ্তি