রংপুরের হাল ধরতে আসছেন শেন ওয়াটসন

39

চার ম্যাচের চারটিতেই হেরেছে রংপুর রেঞ্জার্স। টেবিলের তলানিতে চলে যাওয়া দলটি উড়িয়ে আনছে অস্ট্রেলিয়ার সেরা অলরাউন্ডার শেন ওয়াটসনকে। রংপুর রেঞ্জার্সের পরিচালক আকরাম খান এমনটি নিশ্চিত করেছেন। আকরাম খান জানান, আগামী ২৬ ডিসেম্বর শেন ওয়াটসনের আসার কথা। ঢাকা পর্ব ছাড়াও রংপুরের বাকি সব ম্যাচেই তিনি খেলবেন বলে জানিয়েছেন। বিদেশি কোটায় রংপুর দলে ভিড়িয়েছিল ইংল্যান্ডের ড্যান লরেন্স, টম অ্যাবেল, লুইস গ্রেগরি আর লুক রাইটকে। এছাড়া, ওভারসিস খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্যামেরন দেলপোর্ট। পাকিস্তানের অলরাউন্ডার খুররম মনজুর এখনও যোগ দেননি দলে।
দলের অধিনায়ক্ত করতে দেখা গেছে আফগান তারকা মোহাম্মদ নবীকে। আরেক আফগান তারকা মোহাম্মদ শাহজাদ খেলেছেন রংপুরের জার্সিতে। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে এখনও পায়নি রংপুরের দলটি। পাকিস্তানি পেসার জুনাইদ খান এক ম্যাচ খেলেও দলকে জয়ের পথে ফেরাতে পারেননি।
টানা চার ম্যাচেই হারের স্বাদ পাওয়া মোস্তাফিজ, তাসকিন, আরাফাত সানি, মোহাম্মদ নাঈমরা শেন ওয়াটসনকে পেলে হয়তো ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে।রংপুরের হাল ধরতে
আসছেন শেন ওয়াটসন