যৌতুকের দাবিতে নববধূ হত্যা

45

নগরের পাঁচলাইশ থানার নাজির পাড়ায় যৌতুক না দেওয়ায় শারমিন আক্তার সুমি (১৯) নামে এক নববধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোলায়মান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সুমির মৃত্যু হয়। জানা যায়, এর আগে নাজির পাড়ায় মানিক ভিলার নিচতলায় শ্বশুরের বাসায় সুমিকে শ্বাসরোধ করে নির্যাতন করা হয়। দুই মাস আগে নোয়াখালীর উত্তর শুল্লিকা এলাকার কামাল উদ্দিনের ছেলে লিটনের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুমির ওপর শারীরিক নির্যাতন করত বলে পরিবারের দাবি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, স্বামী সোলায়মানকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সুমির গলার ওড়না টান দেওয়ার সময় তার মৃত্যু হয়। কিন্তু আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় সুমির মা চেমন আরা বেগম বাদি হয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন।