যে কোরআন শিখে এবং শেখায় সে শ্রেষ্ঠ মানুষ

77

নগরীর ছোটপুলে প্রতিষ্ঠিত আসিয়া খাতুন হেফজখানা ও এতিমখানার হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্দী (পাগড়ী প্রদান) অনুষ্ঠানে প্রধান অতিথি পতেঙ্গা ইসলামিয়া ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ বলেছেন, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন নাযিল হওয়ায় আমাদের প্রিয় নবীও শ্রেষ্ঠ নবীতে পরিণত হয়েছেন। মুহাম্মদ (স.) এর উম্মত হওয়ায় এবং কোরআনের বিধানের অনুসারী হওয়ায় আমরাও শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃত। হেফজখানা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মোজাফ্ফর আহমদের সভাপতিতে গতকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত দস্তারবন্দী অনুষ্ঠান উদ্বোধন করেন মাওলানা হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ তৈয়ব, হাফেজ মাওলানা আবদুল হান্নান, মহল্লা কমিটির সেক্রেটারী মোহাম্মদ জামাল, হাজী মোহাম্মদ আবদুল মাবুদ, ডা. মো. ইলিয়াছ, মো. শহিদুল ইসলাম, মাওলানা মোস্তফা হোসেন, নুরুল আবছার, শাহজাহান, ইমতেয়াজ মোরর্শেদ চৌধুরী। পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান, বক্তব্য রাখেন হেলাল উদ্দিন, মো. ইয়ছির আরাফাত প্রমুখ। কোরআন হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি