যুব সমাজ এলাকার সৃজনশীল মূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে

53

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার অপরাধ প্রতিরোধ করার পাশাপাশি উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়ন করা সহজ হয়। সামাজিক সংগঠনের মাধ্যমে যুব সমাজ সংগঠিত হয়ে এলাকার সৃজনশীল মূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিতে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন। গত ৮ মার্চ উপজেলার বৈলতলী ডেবারকুল ঐক্য সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ চত্তরে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন চেয়ারম্যান আনোয়ার মোস্তাফা চৌধুরী দুলাল, জামাল উদ্দীন, আবদুল কুদ্দুস, নুর মোহাম্মদ, রিয়াজ উদ্দীন, আবদুল হাই প্রমুখ।