‘যুব মহিলা লীগ জনগণের কল্যাণে কাজ করছে’

49

যুব মহিলীলীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, এতিমদের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠান গত ৬ জুলাই সন্ধায় সংগঠনের যুগ্ন আহবায়িকা চট্টগ্রাম ওমেন চেম্বারের পরিচালক মোশতারী মোর্শেদ স্মৃতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুব মহিলালীগের সদস্য ইসরাত জাহান, কানিজ ফাতেমা, জাহানারা আরজু, শাকিরা আফরিন সিমা, পারভীর আক্তারসহ আরো অনেকে। সভায় মোশতারী মোর্শেদ স্মৃতি বলেন যুব মহিলালীগ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ দেশ ও মানুষের কল্যাণে দীর্ঘ ১৭বছর ধরে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি আরো বলেন যুব মহিলালীগ নারী উন্নয়ন, শিক্ষা ও পিছিয়ে পড়া নারীদের জীবন মান উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছে। তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মানবকল্যাণমুখী নানা কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। নারীরা আজ সাবলম্বী এবং সর্বক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। সভাশেষে এতিম শিক্ষার্থীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু, ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারবর্গ বাংলাদেশ আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। শেষে যুব মহিলালীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বিজ্ঞপ্তি