যুবলীগ প্রতিষ্ঠা করে জননেতায় পরিণত হয়েছিলেন শেখ মনি

28

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব নগরীর হযরত পীর আলী শাহ (র.) মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহব্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, মহানগর যুবলীগের সদস্যবৃন্দ যথাক্রমে আকবর হোসেন, বেলায়েত হোসেন বেলাল, একরাম হোসেন, আবু সাঈদ জন, হেলাল উদ্দীন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমেদ দিঘল, আব্দুর রাজ্জাক দুলাল, আসহাব রসুল জাহেদ, মইনুল ইসলাম রাজু, বি কে চন্দ্র, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, জাবেদ খান, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিক, আলমগীর আলম, আজিজ উদ্দিন চৌধুরী প্রমুখ।এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, শহিদ শেখ ফজলুল হক মনি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ছিলেন না। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। যুবকদের প্রাণের সংগঠন যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আপামর জনতার নেতায় পরিণত হয়েছিলেন। যুগে যুগে তার মতো নেতার প্রয়োজন রয়েছে বাংলাদেশে। বিজ্ঞপ্তি