যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

40

রাউজান : অশুভ শক্তিকে প্রতিহত করে মানবতার জননী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় ও করোনাকালে মানুষের পাশে থাকার অঙ্গীকারের মধ্যে দিয়ে রাউজানে পালিত হয়েছে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গত বুধবার রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে র‌্যালি, খাবার বিতরণ, কেক কাটা, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতসহ নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। সংগঠনের সভাপতি ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওয়াব।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জানে আলম, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হিরু, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মফজ্জল হোসেন, সহ-সভাপতি সারজু মো. নাছির, সুমন দে, নাছির উদ্দিন, প্রকাশ শীল, জাহাঙ্গীর আলম, মাসুদ হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, আব্দুল লতিফ, তাজ উদ্দিন সোলেমান, সাংগঠনিক সম্পাদক কাজী রাশেদ, মনছুর আলম, মো. মঈনুদ্দিন, প্রচার সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক তপন দে, আ জ ম রাশেদ, আব্দুল্লা আল মাসুদ, আসাদ হোসেন, জসিম উদ্দিন মুন্না, আলমগীর আলী, মাসুদুল আলম, হাসান মো. রাসেল, জিয়াউল হক রোকন, সাজেদুল করিম সাজু, আরমান হোসেন, জাহেদুল আলম জাহেদ, আনোয়ার হোসেন, মো. নাজিম উদ্দীন, কমল চক্রবর্তী, বেলাল হোসেন, ইসহাক ইসলাম, মনছুর আলম, পল্টন দেব, সৈকত তালুকদার, ইসহাক ইসলাম, এনামুল হক, আরিফুল ইসলাম সোহেল, বেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, দীল মোহাম্মদ, মনির হোসেন, মো. শাহাজান, আরিফুল হক চৌধুরী, আবু ছালেক, মো. মিজানুর রহমান মুন্সি, মো. মিজান।
মানিকছড়ি : মানিকছড়িতে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১১ নভেম্বর পালিত হয়েছে। দিবসটি পালনে মানিকছড়ি আওয়ামী পরিবার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। দলীয় কার্যলয়ে উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় অতিথিবৃন্দ প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। অতিথিদের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতাকর্মী, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. শহিদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজন, মো. আবুল কালাম আজাদ, কৃষক লীগ সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন প্রমুখ।