যুবকল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

42

বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী কম্বল বিতরণ অনুষ্টান ফাউন্ডেশন কার্যালয়ে ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যক্ষ এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আলী নুরের সঞ্চালনায় ২৬ জানুয়ারি বিকাল ৪টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মো: আবু সুফিয়ান।
প্রধান বক্তা ছিলেন বিজয় ৭১ সভাপতি সজল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন ডা.আর কে রুবেল, বিজয়’৭১ সাধারণ সম্পাদক ডাঃ মো: জামাল উদ্দিন, অধ্যাপক এ এম রমিজ আহমদ, মো: গিয়াস উদ্দিন, ডা. সুভাষ চন্দ্র সেন, মিলন কান্তি দেবনাথ, রাজিব চক্রবর্তী, মো: আব্দুল মতিন, রাজীব দাশ রাজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন- অসহায়, গরীব, নিঃস্ব ব্যক্তিগণ যারা তীব্র শীতে মানবেতর জীবন যাপন করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সকল বিত্তবানের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন কাজকে এগিয়ে নিতে এভাবে সামাজিক সংগঠনকে এরকম জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের আহব্বান জানান। শুধুমাত্র লোক দেখানো সমাজসেবা নয়, মানুষের সত্যিকার কল্যাণসাধনমূলক কর্মসূচি বাস্তবায়ন করাই হোক আমাদের অঙ্গীকার। সভাশেষে গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান। বিজ্ঞপ্তি