যুদ্ধাপরাধীদের বিচার সমাপ্ত করতে নৌকায় ভোট দিন

137

লেখক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী আসন্ন নির্বাচনে মুক্তিযদ্ধের পক্ষের প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে নৌকা প্রতীকে রায় দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন। চট্টগ্রামের সংস্কৃতিকর্মিদের মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী দু’বছরের মধ্যে জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ করবে। এই দুটি মাহেন্দ্রক্ষণ যথাযোগ্য মার্যাদায় উদযাপন করতে হলে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে।
সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমদের সভাপতিত্বে স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সভায় চট্টল ইয়ুথ কয়্যার মহাসচিব অরুণ চন্দ্র বণিক, শিল্পী জ্যাকব ডায়েস, শিল্পী কাজ দত্ত, সাংস্কৃতিক সংগঠক প্রণব রাজ বড়ুয়া, সুজিত দাশ অপু, খোরশেদ আলম, ফরহাদ হোসেন, সমীরণ পাল, বিপুল বরণ লোধ, শামসুল হায়দার তুষার, রোজী চৌধুরী, প্রশান্ত বড়–য়া, সালমা আক্তার শীলা, প্রিয়াংকা দাশ, তাজুল ইসলাম টুটুল, দুলাল কান্তি দাশ, কবি সজল দাশ, সন্তোষ ঘোষ, স্বপন রুদ্র, দিলীপ সেনগুপ্ত, কিরণময় ভট্টাচার্য বক্তব্য রাখেন। খবর বিজ্ঞপ্তির