যুক্তরাষ্ট্রে লকডাউন প্রত্যাহারের দাবিতে সশস্ত্র বিক্ষোভ

19

যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেয়ার দাবিতে বৃহস্পতিবার সশস্ত্র বিক্ষোভ করেছে কয়েকশ’ মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে অনুষ্ঠিত ওই বিক্ষোভে অংশ নেওয়া মানুষের একাংশ আইনসভা-কক্ষের অভ্যন্তরে ঢুকে পড়ারও চেষ্টা করে। পুলিশ তাদের প্রতিহত করে। করোনা আক্রান্ত অঙ্গরাজ্য হিসেবে মিশিগানের অবস্থা সংকটজনক। সেখানকার ৩ হাজার ৭৮৮ জন মানুষ এরইমধ্যে করোনাভাইরাসে মারা গেছে। অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর গ্রেটচেন হোয়াইটমার স¤প্রতি ওই অঙ্গরাজ্যে লকডাউনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই ‘আমেরিকার প্যাট্রিয়ট র‍্যালি’ নামে মিশিগান ইউনাইটেড ফর লিবার্টির ব্যানারে এই বিক্ষোভ প্রদর্শিত হয়।
বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকেরই মুখে মাস্ক ছিল না। এদের একাংশ সশস্ত্র ছিল। আইনসভায় বৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করা যায়। তবে বিক্ষোভকারীদের একাংশ একেবারে সভাকক্ষের অভ্যন্তরে ঢুকে পড়ার চেষ্টা করে। সে সময় পুলিশ তাদের নিরস্ত করে। বিক্ষোভকারীদের শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা হয়। ১ মে’র মধ্যে লকডাউন তুলে নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভকারীরা গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।