যুক্তরাষ্ট্রে বেবী নাজনীনের একক গজলসন্ধ্যা

397

দেশের অন্যতম গানের শিল্পী বেবী নাজনীন। দেশের চেয়ে যিনি এখন প্রবাসেই বেশি সময় কাটান। নতুন খবর হলো আধুনিক বাংলা গানের এই শিল্পীকে ঘিরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আয়োজন হতে যাচ্ছে একটি গজলসন্ধ্যার! বিষয়টি নিশ্চিত করেন বেবী নাজনীন নিজেই। ‘বেবী নাজনীনের একক গজলসন্ধ্যা-সাম ই গজল’ শিরোনামে ৪ জানুয়ারি শো টাইম মিউজিকের ব্যানারে আয়োজন করা হচ্ছে এই শো। যুক্তরাষ্ট্র থেকে আয়োজক আলমগীর খান আলম জানান, আমেরিকায় বাংলাদেশি কোনও তারকার গজলসন্ধ্যা এটাই প্রথম। তিনি বলেন, ‘বহুমাত্রিক গানের শিল্পী বেবী নাজনীনের অনেক গান রয়েছে। সেইসব গান সবাই সবসময় শোনেন। তিনি যে রবীন্দ্র, নজরুল, হিন্দি, উর্দু এবং গজলেও পারদর্শী, সেটি অনেকেই জানেন না। মূলত সেই ভাবনা থেকেই এই গজলসন্ধ্যার আয়োজন করেছি আমরা।’
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনোতে এই গজলসন্ধ্যার আয়োজন করা হয়েছে। বেবী নাজনীন বলেন, ‘প্রায় ৩৫ বছর আগে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল আমার প্রথম একক গজল সন্ধ্যা। ৯০ দশকের শুরুতে হওয়া সেই সন্ধ্যাটি আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে আছে। এরপর বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের অনেক অনুষ্ঠানেই গজল পরিবেশনা করেছি। আসলে কোন গান কোথায় গাইবো এটা নির্ভর করে কোন ধরনের শ্রোতার সামনে আমি উপস্থিত হচ্ছি।’ সর্বশেষ গত ২০ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত বাংলাদেশের অন্যতম সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তার জন্য শো টাইম মিউজিক একটি চ্যারিটি শো’র আয়োজন করে নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে। যেখানে বেবী নাজনীন ছিলেন প্রধান আকর্ষণ। এই অনুষ্ঠান থেকে পাওয়া ২৫ লাখ টাকা এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য দেওয়া হয়।