যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা চাইছেন মাদুরো

23

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, দেশের সবকিছু এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি স্বস্তির সঙ্গে দায়িত্ব পালন করছেন। তা সত্ত্বেও ওয়াশিংটন পোস্ট পত্রিকায় শনিবার প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ২০১৯ সালের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরো ৫০টিরও বেশি দেশ গুয়াইদোকে দেশটির বৈধ অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। মাদুরোকে ক্ষমতাচ্যুত করা এবং তেল শিল্পের নিয়ন্ত্রণের লক্ষে যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকান এ দেশটির ওপর অবরোধ আরোপ করে।
ওয়াশিংটন পোস্টকে মাদুরো জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অবরোধ অবসানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।