যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা নয় : ইরান

35

পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যে কোনও আলোচনা নাকচ করে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ নিজ দেশের এমন অবস্থানের বিষয়টি পরিষ্কার করেছেন। সোমবার হেলসিংকিতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো-র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটি নতুন পরমাণু চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে মোটেই আগ্রহী নয় ইরান।তিনি বলেন, এর আগের চুক্তি করতে আমরা আমেরিকার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। পরে তারাই আলোচনার টেবিল থেকে সরে গেছে। আমেরিকাসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান ২০১৫ সালে যে পরমাণু চুক্তি করেছিল ওয়াশিংটন তা থেকে বেরিয়ে যাওয়ার এক বছরেরও বেশি সময় পর জারিফ তার দেশের এমন অবস্থান তুলে ধরলেন।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স¤প্রতি তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে ওই পরমাণু চুক্তি অনুমোদিত হয়েছে। আমেরিকা নিজে ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। কাজেই মার্কিন সরকারকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগে ওই প্রস্তাব বাস্তবায়ন করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে।