যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত

14

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব রিচার্ড স্পেন্সারকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক অ্যাস্পার। প্রতিরক্ষামন্ত্রীকে ডিঙ্গিয়ে ‘হোয়াইট হাউসকে ব্যক্তিগতভাবে সমঝোতার’ প্রস্তাব দেওয়ার মাধ্যম চেইন অব কমান্ড ভাঙার দায়ে স্পেন্সারকে বরখাস্ত করা হয়, মার্কিন প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে এমনটি জানিয়েছে সিএনএন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে অসদাচরণের দায়ে অভিযুক্ত এক নেভি সিল কর্মকর্তার মামলা পরিচালনার ঘটনাকে কেন্দ্র করে নৌবাহিনীর সচিবকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্পার। ঘটনার শুরু ইরাক যুদ্ধে অসদাচরণের দায়ে অভিযুক্ত মার্কিন নেভি সিলের ওই কর্মকর্তাকে নিয়ে। এডি গালাগার নামের এই স্পেশাল অপারেশন চিফ ও তার আরও দুই সহকর্মী যুদ্ধাপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছেন। এই মামলা নিয়ে পেন্টাগন ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়।
গালাগার ইরাক যুদ্ধের সময় ইসলামিক স্টেটের (আইএস) আহত ও ধৃত এক কিশোর যোদ্ধাকে ঘাড়ে ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। জুলাইয়ে গালাগারকে এই অভিযোগ থেকে খালাস দিয়ে নিহত ওই বন্দির লাশের সঙ্গে অবৈধ ছবি তোলার দায়ে তাকে অভিযুক্ত করে সামরিক আদালত। শাস্তি হিসেবে তার পদমর্যাদা হ্রাস করা হয়। নভেম্বরে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প গালাগারের পদমর্যাদা ফিরিয়ে দিয়েছেন এবং আফগানিস্তানে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সেনাবাহিনীর অপর দুই কর্মকর্তাকে ক্ষমা করেছেন।
প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপে সামরিক বাহিনীর বিচারপ্রথার অবমাননা হতে পারে এবং যুদ্ধক্ষেত্রে পাশবিকতা মেনে নেওয়া হবে, এ ধরনের বার্তা দিতে পারে বলে মত প্রকাশ করেন সমালোচকরা। বরাখাস্ত নৌবাহিনীর সচিব স্পেন্সার গত সপ্তাহে রয়টার্সের সঙ্গে কথোপকথনে ট্রাম্পের সিদ্ধান্তের পরও গালাগারকে পিয়ার রিভিউ বোর্ডের সামনে দাঁড়াতে হতে পারে বলে মন্তব্য করেন। তার এই মন্তব্যে ট্রাম্পের সঙ্গে তার দ্বিমতের আভাস পাওয়া যায়। গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে প্রকাশিত একটি চিঠিতে স্পেন্সার বাহিনীর কর্মকর্তাদের মধ্যে ‘নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা’ বজায় রাখার বিষয়ে জোর দেন। পিয়ার রিভিউ বোর্ড এই বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করতে পারবে বলে নৌবাহিনীর কর্মকর্তাদের বিশ্বাস বলে জানান। “আইনের শাসনই আমাদের প্রতিপক্ষ থেকে আমাদের পৃথক করেছে,” প্রতিবেদনগুলো ভাষ্য অনুযায়ী স্পেন্সার এমনটি লিখেছিলেন।