যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতিস্বীকার করবে না তুরস্ক

27

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কাছে তুরস্ক নতিস্বীকার করবে না জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকটায়। রাশিয়ার সঙ্গে ওই চুক্তি করায় দুই ন্যাটো মিত্র তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপড়েনের মধ্যে রবিবার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তুর্কি সম্প্রচারমাধ্যম কানাল ৭-কে দেওয়া সাক্ষাৎকারে ওকটায় বলেন, এস-৪০০ ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ যৌক্তিক নয়। আর এ নিয়ে তুরস্ক পিছু হটবে না। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনেছে তুরস্ক। আর রাশিয়ার কাছ থেকে কিনছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটনের আশঙ্কা এর মাধ্যমে এফ-৩৫ বিমানের সক্ষমতার সাথে আপস করতে হতে পারে। একারণে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে যে তুরস্ক রাশিয়ার সাথে চুক্তি এগিয়ে নিলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে আঙ্কারা। তবে আঙ্কারা দাবি করছে এস-৪০০ এবং এফ-৩৫ পরস্পরকে আক্রান্ত করবে না। ফলে তারা আগের চুক্তি বাদ দেবে না। শুক্রবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী প্যাট্রিক শ্যানন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঙ্কারা রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের এফ-৩৫ যুদ্ধবিমান সংক্রান্ত সরঞ্জাম উৎপাদন বন্ধ করে দেবে পেন্টাগন। বাংলাট্রিবিউন