যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা ঢাকা আসছেন

20

বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই কর্মকর্তা নভেম্বরের প্রথম সপ্তাহে পৃথক সফরে ঢাকা আসবেন। তারা হলেন, ইউএসএআইডি-এর উপ-প্রধান বনি গিøক ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিটেন্ট সেক্রেটারি এলিস ওয়েলস।
এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, নতুন মেয়াদে সরকার গঠিত হওয়ার পরে এই প্রথম ওয়েলস ঢাকা সফর করছেন। খবর বাংলা ট্রিবিউনের
ইউএসএআইডি-এর উপ-প্রধান বনি গিøক নভেম্বরের ৩-৪ ঢাকা সফর করবেন। যুক্তরাষ্ট্র যেসব প্রকল্পে টাকা দিয়ে থাকে সেগুলোর কয়েকটি তিনি সফর করতে পারেন। তিনি কক্সবাজারে যাবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া নভেম্বরের ৬-৭ ঢাকা সফর করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিটেন্ট সেক্রেটারি এলিস ওয়েলস। তিনি রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা নিয়ে বাংলাদেশ আলোচনা করতে পারেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবছর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২০ কোটি ডলারের মতো সহায়তা দিয়ে থাকে। এছাড়া রোহিঙ্গাদের জন্যও তারা এ বছরে প্রায় ২৮ কোটি ডলার দিয়েছে।