যারা বর্ণচোরা তাদের বিষয়ে মাঠ পর্যায়ে শ্রমিক লীগকেই ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে

76

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ৫৩ টি বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দের জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সুবর্ণ জয়ন্তীর সমাবেশে পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নৌকায় চড়ে যারা নৌকার তলা ফুটো করতে চায়, যারা সংগঠনের দুর্নাম হয় এমন কার্যক্রম করে এবং যারা বর্ণচোরা ও হাইব্রিড তাদের বিষয়ে মাঠ পর্যায়ে শ্রমিক লীগকেই ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। তিনি শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রাম চট্টগ্রামের এমএ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এমএ মান্নান ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর অবদান স্মরণ করে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় আন্দোলন সহজ কাজ নয়। এক্ষেত্রে মালিক পক্ষ ও প্রশাসনের সাথে নিজেদের আভ্যন্তরীণ দুষ্টচক্র সম্পর্কেও সচেতন থাকতে হয়।
জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সম্মেলন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সংগঠনের আহব্বায়ক সহ সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সংগঠনের সদস্যসচিব উজ্জল বিশ্বাসের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সুবর্ণ জয়ন্তীর র‌্যালী ও সমাবেশে প্রধান বক্তা ছিলেন নগর আ.লীগের সদস্য মহাব্বত আলী খান, বিশেষ অতিথি ছিলেন ১৪ দলীয় জোটের গণ আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম আশরাফী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশ গুপ্ত, চট্টগ্রাম নাগরিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব এম কামাল উদ্দিন, সাবেক ফুটপাত হকার্স লীগের সভাপতি ও জঙ্গল সলিমপুর ছিন্নমূল সমবায় সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, চট্টগ্রাম মহানগর পেশাজীবি লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ সভাপতি মোঃ ইমরান হোসেন, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগ নেতার্ জয়নাল আবেদীন লিটন। জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সম্মেলন বাস্তবায়ন পরিষদের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আলমগীর, মো: ইলিয়াছ, নজরুল ইসলম খোকন, ওসমান গণি, আব্দুল্লাহ আল মামুন, বিমান বডুয়া, আবদুস সবুর খান, আলম হাওলাদার, ইসমাইল হোসেন মনির, ওমর মিয়া সর্দার, মো: ইউসুফ, কালিম শেখ, মো: বেলাল হোসেন, নুরুল ইসলাম, আক্তার হোসেন, আবু আহামদ, আবদুল মালেক হাওলাদার, কামরুন নেছা, স্বপন বিশ্বাস, ডলি রাণী শীল, আনোয়ার হোসেন, ডাঃ মোঃ রফিক, কামাল উদ্দিন, মোঃ রিপন, মোঃ ইয়াছিন, জাবেদুল আলম জাবেদ, নুরুল কবির স্বপন, ইকবাল হোসেন, মো: এরশাদ, রাসেল দাশ, কমান্ডার আবদুস সালাম, মো: সোহেল, মো: ইদ্রিছ মোল্লা, আহমদ উল্লাহ কালু, আবু তৈয়ব, স্বপন বিশ্বাস, আবুল কালাম, রূপম মহাজন, প্রশান্ত কুমার বডুয়া, কামাল উদ্দিন, নাসির উদ্দিন, মো: নান্নু মিয়াসহ উপস্থিত ছিলেন ৫৩টি বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ। সমাবেশ শেষে এক র‌্যালী চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্তিকালে বক্তারা আগামী ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনের পূর্বেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র মোতাবেক বঙ্গবন্ধুর আদর্শে প্রকৃত ট্রেড ইউনিয়ন কর্মীদের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের দাবি জানিয়ে বলেন অশ্রমিক, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী এবং অনুপ্রবেশকারীরা যাতে শ্রমিক লীগের নেতৃত্বে আসতে না পারে সেদিকে সকল নেতবৃন্দদের সর্তক থাকার আহব্বান জানান। বিজ্ঞপ্তি