যাত্রীর পেটে ২৪ লাখ টাকার স্বর্ণ

36

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা জামাল উদ্দিন নামের এক যাত্রীর শরীর এক্স-রে করে ২৪ লাখ টাকার স্বর্ণ পেয়েছেন কাস্টম কর্মকর্তারা। গতকাল শনিবার সকাল ৮টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসেন।
কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, সকালে জি ৯-৫২৬ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি সব অস্বীকার করেন। এরপর তাকে পুলিশের সহায়তায় নগরের একটি বেসরকারি রোগ নিরুপণ কেন্দ্রে এক্স-রে করা হয়। যেখানে পায়ুপথে ধাতব পাতের অস্তিত্ব ধরা পড়ে।
এরপর তাকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টম হলের একটি টয়লেটে ঢোকালে শরীরে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৬০ তোলা।