যত্রতত্র নৌ-যান রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

37

আইন অমান্য করে রাঙামাটিতে যত্রতত্র নৌ-যান রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার সকালে শহরের ফিশারিঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় পর্যটন শহরের যত্রতত্র নৌ-যান রাখার দায়ে কেয়ারি লঞ্চ, স্পিডবোট ও ইঞ্জিনচালিত বোটকে এসব জরিমানা করা হয়।
সূত্রে জানা গেছে, রাঙামাটির সৌন্দর্যবর্ধক পর্যটন নগরীর লেক ঘেঁষে অনুমোদনবিহীন যেখানে সেখানে স্পিড বোট, মিনি লঞ্চ ও ইঞ্জিনচালিত বোট রেখে শহরের সৌন্দর্য নষ্ট করে। এসব ঘাটগুলোর কোন অনুমতি বা পৌরসভার অনুমোদন নেই। প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়ত তারা দেদারসে ব্যবসা করে যাচ্ছে। এসব নৌযানগুলো একটি নীতিমালার মধ্যে আনা প্রয়োজন বলে মনে করেন নগরবাসী।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম বলেন, এ অভিযান ডিসি স্যারের নির্দেশে করা হয়েছে। তবে স্থানীয় সরকার (পৌরসভা আইনের) ২০০৯ অধ্যাদেশ অনুযায়ি আইন অমান্য করার দায়ে যত্রতত্র নৌযান রাখায় তাদের আর্থিক জরিমানা করা হয়েছে। ৮টি নৌযানকে মোট ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।