যখন সন্ধ্যা নামে

52

 

যখন সন্ধ্যা নামে গাঁয়ে-
বলবি কথা, কলমি লতা? কেন রে তুই চুপ?
দৈত্য-দানোর কালো ছায়া হঠাৎ নামে টুপ
হলুদ বরণ নয়নতারা নেতিয়ে গেল নাকি?
আমি-
তাকিয়ে কেবল থাকি।

যখন সন্ধ্যা নামে গাঁয়ে-
পাখি ডাকে কিচিরমিচির ঘরে ফেরার গান
ঠাকু-বাড়ির ধোঁয়ায় ভাসে মসজিদের আজান
ভাটের পাতায় আঁধার নামে, শালুকধোয়া জলে
আমার-
মন কিছু কি বলে?

মনটা আমার উদাস উদাস সূর্য্য গেলো ডুবে-
দীর্ঘ রাতের পাহাড় বেয়ে উঠবে কখন পুবে?
হঠাৎ দেখি আপন আলোয় জ্বলছে জোনাক পোকা
বলছে আমায় হেসে হেসে এদিক এসো খোকা
মনটা কেন খারাপ তোমার? আগল খুলে বলো
ধুর বোকাটা, ছড়াও হাসি, নিজের আলোয় জ্বলো।