ম্যানইউ-লিভারপুল ম্যাচ গোলশূন্য ড্র

26

উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আভাস দিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলকে স্বাগত জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তার ছিটেফোঁটাও ছিল না ম্যাচে। বরং ব্যস্ত সময় পার করেছেন মেডিক্যাল স্টাফদের। প্রথমার্ধেই চার খেলোয়াড় ইনজুরিতে মাঠ ছেড়েছেন, যার তিনজনই ম্যানইউর। রবিবারের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
ম্যানইউ প্রথমার্ধেই হারিয়েছে অ্যান্ডার হেরেরা, হুয়ান মাতা, জেসি লিনগার্ডকে। অক্ষত থাকেনি লিভারপুলও। রবের্তো ফিরমিনো মাঠ ছেড়েছেন চোট নিয়ে। অবশ্য এক পয়েন্ট নিয়েই লিভারপুল ফিরে পেয়েছে শীর্ষস্থান। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা। মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ম্যানসিটি (৬৫)। এই ড্রয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড (৫২)। সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে আবার চতুর্থ স্থানে উঠেছে আর্সেনাল (৫৩)। ইউনাইটেডের চেয়ে এক পয়েন্ট বেশি তাদের। ৬০ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার। অবশ্য প্রথম ১০টি প্রিমিয়ার লিগ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট অর্জন করে রেকর্ড গড়েছেন ম্যানইউ কোচ উলা গুনার সুলশার। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধের দুই গোলে জয় পায় আর্সেনাল। ৬ মিনিটে আলেক্সান্দ্রে লাকাজেত্তে ও ১৭ মিনিটে হেনরিক মিখিতারিয়ান করেন গোল দুটি।