ম্যানইউ-আর্সেনাল হাইভোল্টেজ ম্যাচে কেউ জেতেনি

21

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে দুই জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। তবে জিতে মাঠ ছাড়তে পারেনি কোনো দল। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার রাতে ৪৫ মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। মার্কাস র্যাশফোর্ডের কাটব্যাক ডি-বক্সের বাইরে খালি জায়গায় পেয়ে প্রথম জোরালো শটে গোলটি করেন ম্যাকটমিনে।
দ্বিতীয়ার্ধে দ্রæতই সমতায় ফেরে আর্সেনাল। ৫৮তম মিনিটে সতীর্থের ডি-বক্সে বাড়ানো বল ধরে জালে পাঠান পিয়েরি এমরিক-আউবামেয়াং। তবে অফসাইডের পতাকা উঁচিয়ে ধরেন লাইন্সম্যান। কিন্তু ভিএআরের সাহায্যে রেফারি গোলের সবুজ সংকেত দিলে আনন্দে মাতে গানাররা। পয়েন্ট টেবিলে সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে উনাই এমেরির দল আর্সেনাল। তবে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ম্যানেইউ। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৫ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি। ১৪ পয়েন্ট পাওয়া লেস্টার সিটির অবস্থান তৃতীয়।