মৌসুম শেষে ফুটবলকে বিদায় বলবেন চেখ

37

পেশাদারি ফুটবলে প্রায় সবকিছু জিতেছেন পেত্র চেখ। কোনও আক্ষেপ নেই তার, তাই ফুটবলকে বিদায় জানানোর সময় নির্ধারণ করে ফেললেন এই গোলরক্ষক। চলতি মৌসুম শেষেই অবসরে যাবেন ৩৬ বছর বয়সী চেক তারকা। ২০ বছরের পেশাদারি ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন চেখ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় আর্সেনাল গোলরক্ষক নিশ্চিত করেছেন ২০১৮-১৯ মৌসুম শেষেই তুলে রাখলেন গ্ল্যাভস। প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষে ৩৭ বছর শেষ করবেন চেখ, ক্যারিয়ারের শেষ মৌসুমে আর্সেনালের জার্সিতে অন্তত একটি শিরোপা জিততে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চেখ বলেছেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে এটা আমার ২০তম মৌসুম। প্রথম পেশাদারি চুক্তির পর কাটানো এই ২০ বছর শেষে আমার মনে হচ্ছে এটাই সঠিক সময় ঘোষণা করার- এই মৌসুম শেষেই আমি অবসরে যাচ্ছি।’ চেখের ফুটবল ক্যারিয়ারের শুরুটা স্বদেশি ক্লাব ভিক্তোরিয়া প্লজেনের যুব দল দিয়ে। সিনিয়র দলে অভিষেক তার ১৯৯৯ সালে চিমেল ব্লাসানি দিয়ে। এরপর স্পার্তাক মস্কো ও রেনে হয়ে ২০০৪ সালে প্রিমিয়ার লিগে নাম লেখেন চেলসিতে। স্ট্যামফোর্ড ব্রিজে ১১ বছর কাটিয়ে ২০১৫ সালে পাড়ি জমান আর্সেনালে। গানারদের জার্সিতেই অবসর নিতে যাচ্ছেন চেক গোলরক্ষক। জাতীয় দল চেক প্রজাতন্ত্রের জার্সিতে চেখের অভিষেক ২০০২ সালে। ১২৪ ম্যাচ খেলে অবসরে নিয়েছেন ২০১৬ সালে। এবার ক্লাব ফুটবলেও বিদায়ের ঘোষণা দিয়েছেন এই গোলরক্ষক।