মৌলবাদ নারীর অধিকার অগ্রগতির পথে অন্তরায়

51

১৫ জুলাই বিকেল ৪টায় বিশিষ্ট নারীনেত্রী নুরুন্নাহার জালালের সভাপতিত্বে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বিভিন্ন পেশার মহিলাদের এক সভা ৮ মোমিন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ক্ষমতায়নে নারীর সরাসরি অংশগ্রহণের সুযোগ আসায় নারীরা এখন সকল ক্ষেত্রে কৃতিত্ব দেখাতে পারছে। এটা একটি শুভ সূচনা। মৌলবাদ ও কুসংস্কার নারীর অধিকার ও অংগ্রগতির পথে অন্তরায়। এদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আত্মনির্ভরশীলই নয় বরং পরিবারের অভাব ঘুচাতে এগিয়ে এসেছে দেশের নারী সমাজ। সভাশেষে বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস আনজুম আমীন শাম্মীকে সভাপতি ও মিসেস জীবন আরা বেগমকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু মহিলা পরিষদ গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন মহিলা নেত্রী আনজুম আমিন শাম্মী, জীবন আরা বেগম, ফাহমিদা বিনতে আজিজ, তাহমিনা চৌধুরী ফৌজিয়া, শাকিলা বেগম, হাছিনা চৌধুরী, ঝর্না দত্ত, এড: শ্যামলী চৌধুরী, শাহীন আক্তার চৌধুরী, জগদা চৌধুরী সুপ্রিয়া, এড: পাইরিন আকতার, আয়শা সিদ্দিকা রুমি, শুভ্র চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি