মোহাম্মদপুরে মিলনমেলা

32

রাউজানের মোহাম্মদপুর বদিউজ্জামান চৌধুরী বাড়িতে গত ২৬ ও ২৭ ডিসেম্বর ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরওয়ার জামান চৌধুরী ও তার পূর্বপুরুষদের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী অনুষ্ঠানমালায় হাদিস বয়ান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও নাত, গজল ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সাবেক কর্মকর্তা নূরুল ইসলাম চৌধুরী, শিক্ষিকা (অব.) খালেদা চৌধুরী, পারটেক্স শিল্প গ্রæপের ঊর্ধ্বতন কর্মকর্তা আজিমুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি কবি আবু তাহের মুহাম্মদ, বন্দর নিরাপত্তা উপ-পচিালক (অব.) লে. কমান্ডার (অব.) নিয়াম উদ্দিন, অধ্যাপিকা জেসমিন আক্তার শিমুল, শিক্ষিকা সেলিনা আক্তার ও ফাতিমা সুলতানা। ওয়াজ করেন মৌলানা জাহেদুল ইসলাম চৌধুরী। হাদিস বর্ণনা করেন হাফেজ মিকাত। বক্তব্য দেন নুরুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসন কর্মকর্তা আরমান চৌধুরী, মিজানুল ইসলাম চৌধুরী, মঈনুদ্দিন সুলতান, রায়হান কবির, এহসানুল কবির। ইসলামি জলসা পরিচালনা করেন ফাতেমা সুলতানা। অংশ নেন শাহ তারিফ মুহাম্মদ তীর্থ, মারিয়া, মাহি, শাওরিন, নিবিড়, নামিরা, আহূতি, আরমিন আক্তার শীতুল, রিপা আক্তার, প্রিয়াংকা, রিংকি, মুসাব, জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে শীত পিঠা, শীতের নানা খাবার-দাবারের সাথে ভোজনের আয়োজন করা হয়। পরে মুরুব্বীদের কবর জেয়ারতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি