মোহাম্মদপুরে বিএবিটি ফাউন্ডেশনের কম্বল বিতরণ

41

রাউজান সদর ইউনিয়নে শীতার্ত-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে মৌলভী হাফিজুর রহমান বিএবিটি ফাউন্ডেশন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে রাউজান উপজেলার মোহাম্মদপুরস্থ মৌলভী হাফিজুর রহমান বিএবিটি স্মৃতি মঞ্জিলে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুসলেহ্উদ্দিন মুহম্মদ বদরুলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী, সাংবাদিক খোরশেদুল আলম শামীম, মদিনা ইসলামী মিশনের চেয়ারম্যান মওলানা নিজামউদ্দিন আশরাফী, বায়জিদ স্টীলস্ এর ব্যবস্থাপক হাসান মোহাম্মদ রাশেদ, শিক্ষক জসিমউদ্দিন।
মহিউদ্দিনের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক আবদুস সালাম, রুস্তমগীর হোসেন, ফোরকান মেম্বার, রমজান আলী চৌধুরী হাট ব্যবসায়ির সমিতির সভাপতি ইকবাল হোসেন শওকত, সামাজিক সংগঠন স্মার্ট চ্যালেঞ্জার্সের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ আবুল হাসান মানবিক কাজে এগিয়ে আসার জন্য মৌলভী হাফিজুর রহমান বিএবিটি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡বধানে ছিলেন মোহাম্মদপুর তারুণ্য সংসদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্যবসায়ী ইকবাল হোসেন শওকতের সৌজন্যে তারুণ্য সংসদের ক্যালেন্ডারের মোড়ক উম্মোচন করা হয়।