মোহামেডান স্পোর্টিং ক্লাবের শুভসূচনা

80

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত উপজেলা ক্রিকেট লিগের উদ্বোধনী খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চক্রশালা আবাহনী ক্রীড়া চক্র। এর আগে লিগের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা ক্রিকেট লিগের আহবায়ক মাহবুবুর রহমান, স্পন্সর চেয়ারম্যান এমএ হাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, আবুল কাশেম, ডা. ছৈয়দ সাইফুল ইসলাম, আবুল কালাম বাবুল, বাদশা মিয়া, আনোয়ার হোসেন, প্রদীপ সর্দার, পৌর আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল, আলমগীর আলম, মিজানুর রহমান, এমএনএ নাছির, পটিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাহজাহান ও দেবাশীষ ধর বাপন। অনুষ্ঠান পরিচালনা করেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ও উপজেলা ক্রিকেট লীগের সমন্বয়ক পুলক চৌধুরী।
এবারের টি-টুয়েন্টি ফরমেটের উপজেলা ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে ‘এ’ গ্রুপের রয়েছে নেজাম স্মৃতি স্পোর্টিং ক্লাব, শেখ কামাল ক্রীড়া সংসদ, সূর্য তরুণ এবং ‘বি’ গ্রুপে চক্রশালা আবাহনী ক্রীড়া চক্র, মনসা তরুণ সংঘ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র।
প্রথমদিনের ১৬ ওভারের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৬১ রান টার্গেট দেয়। বিকেলে আলো স্বল্পতার কারণে লিগ কমিটি প্রতিদ্বন্দ্বীকারী দল চক্রশালা আবাহনী ক্রীড়া চক্রকে ৮ ওভারে ৮৬ রান করার টার্গেট দিলেও তারা ৬ উইকেটে ৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ১২ রানের ব্যবধানে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। খেলায় ম্যাচসেরা হন মোহামেডাম স্পোর্টিং ক্লাবের রিজবি। খেলা শেষে তাকে পটিয়া নিউ মার্কেটের সোনালী সন্ধ্যা চাইনিজ রেস্তোরাঁর সৌজন্যে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।