মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের শোহাদায়ে কারবালা মাহফিল

123

অষ্টম দিনের মত শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে ডাঙ্গারচর কর্ণফুলী মসজিদে বেলাল-এ। মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক মেয়র এম মনজুর আলম উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন। আহলে বায়তের স্মরণে আয়োজিত মাহফিলে সাবেক মেয়র মনজুর আলম বলেন, মহররম মাস একটি তাৎপর্যপূর্ণ মাস। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমরা স্মরণ করছি এই মাসকে। এই মাসের ১০ মহররম মুসলিম উম্মাহ’র জন্য আর একটি মহিমান্বিত দিন। এই দিবসকে ঘিরে মুসলমানদের রয়েছে নানা আয়োজন। পৃথিবীর ইতিহাসে এই মহররম মাস ও ১০ মহররম নিয়ে মুমিনদের মধ্যে রয়েছে নানা উৎসাহ উদ্ধীপনা। ইসলাম ও আহলে বায়তকে নিয়ে ঘটেছে নানা ঘটনা এই মাসে। তাই মহান রবকে ভালোবাসতে হলে প্রথমে ভালোবাসতে হবে আহলে বায়তকে।
রাসুল প্রেমিকরা কখনো পথভ্রষ্ট হয় না। মহান সৃষ্টিকর্তা তাঁদেরকে সরল সঠিক পথ দেখান। রাসুলের দেখানো পথ আমাদের জন্য অনুসরণীয়। যারা রাসুলকে ভালোবাসবে তাঁদের জন্য রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে নানা পুরস্কার। ইহকালে শান্তি ও পরকালে নাজাত।’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শায়খুল হাদিস আল্লামা সোলায়মান আনছারী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মসজিদে তৈয়বিয়ার খতিব মাওলানা সৈয়দ ইউনুছ রজবী, পেশে ইমাম মাওলানা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী জুলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহাম্মদ, উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ। বিজ্ঞপ্তি