মোদী-মাহাথির বৈঠকে জাকির নায়েক নিয়ে আলোচনা

328

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন বিষয়ের মধ্যে জাকির নায়েককে হস্তান্তরের বিষয়টি নিয়ে দু’নেতা আলোচনা করেছেন। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, রাশিয়ার ভøাদিভোস্তক শহরে ‘ইস্টার্ন ইকনোমিক ফোরাম’ এর সম্মলেনের ফাঁকে বৃহস্পতিবার এ বৈঠক করেছেন দুইজন। বৈঠকে মোদী মালয়েশিয়ায় অবস্থানরত ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের বিষয়টি নিয়ে কথা তোলেন। তাকে ভারতের কাছে হস্তান্তরের বিষয়টি নিয়ে দু’দেশেই যোগাযোগ বজায় রাখবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব। অর্থপাচার ও প্রতারণা মামলায় বিচারের মুখোমুখি করতে জাকিরকে দেশে ফেরাতে চায় ভারত। গত জুনে ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) তাকে দেশে ফেরত পেতে আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোলের সাহায্য চাইবে বলে জানিয়েছিল।
ভারতে অর্থ পাচারসহ ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগের মুখে থাকা নায়েক প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ার আশ্রয়ে আছেন। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেও নিজের সা¤প্রতিক কয়েকটি মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন তিনি। মালয়েশিয়ায় জাকির নায়েকের বক্তৃতা দেওয়ার ওপরও গত মাসে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। তার বিতর্কিত মন্তব্যের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, জাকির নায়েক জাতিগত রাজনীতিতে অংশ নিতে চান এটি ‘বেশ স্পষ্ট’।