মোছলেম উদ্দিনের সমর্থনে আমিন শিল্পাঞ্চলে সমাবেশ

48

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদের সমর্থনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বানে নগরীর আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম মহানগর যুবলীগ সম্প্রতি গণসংযোগ করে।এ সময় সংক্ষিপ্ত আলোচনা পর্বে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখার জন্য জননেতা মোছলেম উদ্দীন আহমেদ কে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান। বাংলাদেশের মেগা প্রকল্প বিশ্বমানের কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, পায়রা বন্দর, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অসংখ্য উন্নয়ন প্রকল্প নির্মাণের শেষ পথে, নির্মাণ শেষ হলেই জনগণ সুফল ভোগ করবে। এলাকায় বিপুল পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হবে। নতুন নতুন উদ্ভাবনী প্রকল্পগুলোর কাজ তরান্বিত হবে। বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ করে বিশ্ব কাতারে ৫২টি দেশের সাথে স্যাটেলাইট ব্যবসায় বাংলাদেশ সম্পৃক্ত হয়েছে। এ স্যাটেলাইটের ফলে বেসরকারী টেলিভিশন, মোবাইল নেটওয়ার্কিং, আগাম আবহাওয়া বার্তা সহ নানা কাজে জনগণ এর সুফল ভোগ করছে। এজন্যই আমরা মোছলেম উদ্দিনকে ১৩ জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানাচ্ছি। গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহব্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহব্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-সমবায় সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, থানা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক আলহাজ্ব মো: ইয়াকুব, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, যুবলীগ সদস্য সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক পলাশ খাস্তগীর, নগর যুবলীগ সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, শেখ নাছির আহমেদ, নাজমুল হাসান সাইফুল, দেলোয়ার হোসেন দেলু, আবু বক্কর সিদ্দিকী, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল বাহার, মোসলেহ উদ্দিন রিটন, যুবনেতা অলিউর রহমান সোহেল, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, যুবনেতা মো: আনোয়ার হোসেন আনু, সিবিএ নেতা আরিফুর রহমান, মো: মোস্তফা, জয় শংকর, রেজাউর রহমান রিটন, মাহতাব উদ্দিন, দেলোয়ার হোসেন মিন্টু, মতিউর রহমান, মো: কামাল, মো: আবদুল মান্নান, রাজু আহমেদ, আবদুর রহিম, মো: আফজাল খান, মো: রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি