মৈশামুড়া আবাহনী সেমিফাইনালে

95

সাতকানিয়া ফ্রেন্ডশীপ অরগানাইজেশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আবাহনী ক্রীড়া চক্র (মৈশামুড়া)। গতকাল সাতকানিয়া মডেল হাই-স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৪র্থ কোয়াটার ফাইনালে আবাহনী ক্রীড়া চক্র (মৈশামুড়া) উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে ৩ উইকেট হাতে রেখে সেমিফাইনালে উন্নিত হয়েছে। টসে পরাজিত হয়ে ইছামতি রাইডার্স নির্ধারিত ১৫ ওভারে অল আউট হয়ে ৯৮ রান সংগ্রহ করেন। দলের পক্ষে জয়নাল সর্বোচ্চ ১৪ বলে ২৮ রান এবং রবিউল ২১ বলে ১৮ রান করেন। আবাহনী ক্রীড়া চক্র (মৈশামুড়া) এ জিকু ২১ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন। ৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবাহনী ক্রীড়া চক্র (মৈশামুড়া) ১৫ ওভারে ৩ উইকেট হাতে রেখে শেষ বলে জয়ের লক্ষে পৌঁেছ যায়। দলের পক্ষে বাবুল ২১ এবং ইভু ১৯ রান করেন। বিজয়ী দলের জিকু ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি বিতরণ করেন সিটি ব্যাংক সাতকানিয়া শাাখার অফিসার মঈনুদ্দিন মাহমুদ, সাথে আরও ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক শাহাজাহান, রকিবুল হক দিপু, নুরুন্নবী, অধ্যাপক নুরুল ইসলাম, মোহাম্মদ আনিসুর রহমান, রুবেল, সোহেল, খোকন, এহসান, রিদুয়ান প্রমুখ।
আগামি ১৫ই মার্চ শুক্রবার প্রথম সেমিফাইনাল সাতকানিয়া দেওয়ানহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি বনাম এস এম সুগ›দ্ধা ও ১৬ই মার্চ ২য় সেমিফাইনাল সবুজ সাথী সংঘ বনাম আবাহনী ক্রীড়া চক্র। বিজ্ঞপ্তি