মেয়র পদে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন

140

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কে হচ্ছেন জানা যাবে আগামী সোমবার। ঢাকায় দলটির স্থায়ী কমিটির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। একই মিটিংয়ে কাউন্সিলর প্রার্থীদেরও মনোনয়ন নিশ্চিত হতে পারে। এরই মধ্যে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ গতকাল শেষ হয়েছে। এদিকে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬ জন হলেও শেষ মুহূর্তে একজন ফরম জমা দেননি। ফলে পাঁচজনের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দেয়া হবে।
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সৈয়দ আজম উদ্দীন, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ ও বিএনপি নেত্রী ডা. লুসি খান মেয়র পদে লড়তে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে গতকাল বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে ফরম জমা দেননি সৈয়দ আজম উদ্দীন। ফলে বাকি ৫ জনের মধ্যে ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী কে হচ্ছেন সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামী সোমবার পর্যন্ত। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে ঐ দিনই প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিএনপি।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৬ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে সৈয়দ আজম উদ্দীন মনোনয়ন ফরম জমা দেননি। প্রার্থীর নাম ঘোষণা দিনক্ষণ নির্ধারণ করে হয় না। সময়মত নাম ঘোষণা করা হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আগামী ২৪ ফেব্রূয়ারি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। এরপর প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এদিকে বিএনপি মনে করছে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে না। তারপরও আন্দোলনের মাধ্যম হিসাবে দলটি নির্বাচনে থাকতে চায়। দলের গ্রহণযোগ্য নেতাকে দিতে চান মনোনয়ন। নিবেদিত ও যোগ্য নেতাকে মূল্যায়ন করার কথা জানান দলটির কেন্দ্রীয় নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, যিনি সবার কাছে গ্রহণযোগ্য। দলের জন্য কাজ করেছেন, আন্দোলন-সংগ্রামে ছিলেন এবং আছেন। নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই মেয়র পদে মনোনয়ন দেওয়া হবে।
সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে এবং সিটি নির্বাচনও সুষ্ঠু হবে না জানিয়ে আমীর খসরু বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনও জেলে। নির্বাচনে যাওয়ার অর্থ হলো- গণতন্ত্রকে সমুন্নত রাখা, নেত্রীর মুক্তির আন্দোলন জোরদার করা। আমরা জনগণের ভোটদানের অধিকার কেড়ে নিতে পারি না। এজন্য প্রতিটি নির্বাচনে আমাদের অংশগ্রহণ থাকবে।
আওয়ামী লীগ ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছে। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদেরও মনোনয়ন দিয়েছে। বিএনপি গতকাল কাউন্সিলর পদের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ সম্পন্ন করেছে। আজকের (শুক্রবার) মধ্যে কাউন্সিলর প্রত্যাশীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে। আগামীকাল শনিবার যাচাইবাছাই শেষে এসব ফরম কেন্দ্রে পাঠিয়ে দেয়া হবে।
নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, বুধবার ও বৃহস্পতিবার দুইদিনে মোট ২২৬ জন কাউন্সিলর প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর মনোনয়ন ফরমগুলো যাচাইবাছাই করে কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে নাম ঘোষণা করা হবে।