মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ

32

এম. রেজাউল করিম চৌধুরীর নির্বাচনীক্যাম্প উদ্বোধন :
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর ছোট ভাই নজরুল করিম চৌধুরী বলেছেন, এম রেজাউল করিম চৌধুরী যদি মেয়র হিসাবে বিজয়ী লাভ করে, তাহলে চট্টল বীর সাবেক সফল মেয়র এ এম মহিউদ্দিন চৌধুরীর মত হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না, মহিউদ্দিন চৌধুরীর মত চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষাক্ষেত্রে আরোও উন্নত হবে, প্রতিটি ওর্য়াডে ওর্য়াডে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করবে, নারীদের স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র করা সহ নগরীর উন্নয়ন মুখী যাবতীয় কার্যক্রম হাতে নিয়ে চট্টগ্রাম এর উন্নয়নের ধারা অব্যহত রাখবে। গত সোমবার মুজাফরনগরের প্রতিষ্ঠাতা মুজাফর আহম্মদের সন্তান বায়েজিদ থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মাকসুদ চৌধুরীর উদ্যেগে পলিটেকনিকেল মুজাফরনগর আবাসিক এলাকায় এম. রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের সদস্য সৈয়দ আমিনুল হক, মহানগর যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন চৌধুরী নোবেল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এম.এ মান্নান, এম.এ তাহের, নজরুল ইসলাম, এম. এ হায়দার, শাহাদাৎ ইসলাম, ফয়েজ আহমেদ আমীন প্রমূখ।
চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) :
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচনে সকল শক্তি নিয়ে নেতা-কর্মীদেরকে মাঠে থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে হবে। গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) আয়োজিত আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর নৌকা ও কাউন্সিলর প্রার্থী হাজী জাহাঙ্গীর আলমের ঘুড়ি মার্কার সর্মথনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন। নিমতলা বিশ্বরোডস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মীর নওশাদ। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শফর আলী, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সদস্য বেলাল আহমেদ, হাজী মো. আলমগীর, মো. ইস্কান্দার মিয়া, নুরুল আবছার, নুরুল আমীন ভূঁইয়া, উৎপল বিশ্বাস, আবু বক্কর ছিদ্দিক, হাজী মো. নাছের, মো. শহীদুল্লাহ, জসিম উদ্দিন, হুমায়ুন কবির, সোহেল চৌধুরী, রফিকুল ইসলাম, মো. সেলিম, মো. আলমাস, জয়নাল আবেদীন, দুলাল মিয়া, আবদুল মালেক, আহছান উল্লাহ, মো. বেলাল, মো. লোকমান, আবুল হোসেন, মো. শফি প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ :
উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী আগামী ২৭ জানুয়ারী নৌকা মার্কায় মূল্যবান ভোটটি প্রদান করার আহŸান জানান। গণসংযোগকালে যুগ্ম আহবায়ক এম মোরশেদুল আলমের সার্বিক সহযোগিতায় ৪০০০ হাজার পিস মাস্ক বহদ্দারহাট, চকবাজার, ষোলশহর ২নং গেইট, চান্দগাঁও বিতরণ করা হয়। লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ.টি.এম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহŸায়ক এম হারুন অর রশিদ, সদস্য সচিব লায়ন এম শফিউল আলম, সাইফুল করিম চৌধুরী, যুগ্ম আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাশেম, এম মোরশেদুল আলম চৌধুরী, রিমন মুহুরী, নাসির উদ্দিন সোহাগ, ক্যাপ্টেন ইমরান হোসেন, সদস্য মঈনুল আলম চৌধুরী, স্বপন দত্ত, গোলাম কিবরিয়া শিপন, সৈয়দ জাহেদুল আলম, ডা: রাসেল নন্দী, জসিম উদ্দিন, মো: সাহাব উদ্দিন, দিদারুল আলম, প্রবীর চক্রবর্তী, সুভাষ নাথ, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, সেলিম মেম্বার, মো: শহিদুল্লাহ, এরশাদুজ্জামান, মো: নাজিম, জাফর উল্লাহ খান, বখতিয়ার মীম সাদী, আবদুল হাদী, আমিনুল হক, ইসমত পাশা চৌধুরী, মো: আলমগীর, তপন হায়দার, বখতিয়ার চৌধুরী প্রমুখ।
ইসলামিক ফ্রন্টের মেয়র প্রার্থী ওয়াহেদ মুরাদ :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনিত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন- চট্টগ্রাম নগরীর সড়ক পার্শ্বে যত্রতত্র ময়লা-আবর্জনার স্ত‚প দৃশ্যমান হয়ে থাকে। যা পরিবেশ দূষণসহ মারাত্মক রোগ-ব্যাধির বিস্তার ঘটিয়ে থাকে। যেগুলো অপসারণে সুনির্দিষ্ট কোন নিয়ম-কানুন মানা হয়না। উপরন্তু দিনের বেলায় এসব অপসারণ করতে গিয়ে যাত্রীসাধারণের চলাচলে বিঘ্নতা সৃষ্টিসহ বহুমাত্রিক বিপত্তি ঘটিয়ে থাকে। তাই নির্বাচিত হলে রাত্রিবেলায় বর্জ্য অপসারনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করে আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে তাঁকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান। গত ১৮ জানুয়ারি বিকেল ৩টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ পাহাড়তলী ও আকবর শাহ থানার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ আলী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মোহাম্মদ দিদারুল আলম, আবুল হাশেম মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ মুনির উদ্দীন, মুহাম্মদ সিহাব, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ ইমরান সহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ।
রেলওয়ে শ্রমিকলীগ :
আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীকে চসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী করার লক্ষে নৌকা মার্কার সমর্থনে মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ এর আহবানে গত ১৮ জানুয়ারি রেলওয়ে বিল্ডিং (সিআরবি)-তে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। সিআরবি ও পার্শ্ববর্তী এলাকাসমূহে নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণকালে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের সকল সংগঠনকে এক সাথে যার যার অবস্থান থেকে সৎ ও ন্যায় নীতির সহিত নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার মো. সাইফুল ইসলাম মামুন, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাংলাদেশ পোস্টাল ও ডাক কর্মচারী ইউনিয়ন জিপিও চট্টগ্রামের সম্পাদক মোজাম্মেল হোসেন, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সভাপতি কাজী হাসান মুরাদ, পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি সিবিএ’র সাধারন সম্পাদক নাঈম উল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, জনতা ব্যাংক সিবিএ’র কার্যকরী সভাপতি আবুল কাশেম, অর্থ সম্পাদক দেবব্রত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।
কাউন্সিলর প্রার্থী ড. নিছার উদ্দিন :
আসন্ন চসিক নির্বাচন উপলক্ষে নগরীর ১০ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। গত ১৮ জানুয়ারি কাট্টলী এলাকার চৌধুরী পাড়ায় উঠান বৈঠকে স্থানীয় জনগনের সাথে মতবিনিময় করেন। নির্বাচনে বিজয়ী হলে প্রথম কাজ হিসেবে তিনি ওয়াসার পানি যাতে কাট্টলীর জনগণ ভোগান্তি ছাড়া পায় সে বিষয় নিশ্চিত করবেন। সেই সাথে প্রতিটি পরিবার থেকে একজন করে চাকরির ব্যবস্থা করে দিবেন বলে প্রতিশ্রুতিও দেন।
মোহাম্মদ মহসীন :
গত শনিবার শুলকবহর চৌধুরী বিল, আব্দুর হামিদ, আব্দুল লতিফ সড়কসহ আশেপাশে এলাকাগুলোতে গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেন ৮নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মহিউদ্দিন, মঞ্জুর মোরশেদ, মো. ফজু ইসলাম, আক্তার হোসেন বাবুল, মো. ইয়াছিন, জামাল হোসেন, সাইফুল ইসলাম, মমিনুল হক শিকদার, শওকত হোসেন, মো. রমজান আলী, মো. সাইফুল ইসলাম, ছাত্রনেতা মো. আনোয়ার হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. হোসেন, শাকিল, মো. আরমান, মো. সাইফুল ইসলাম, মো. মোরশেদ, মো. আনিসুর রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নাঈম ইসলাম, মো. আরাফাত হোসেন প্রমুখ।
মোহাম্মদ এয়াকুব :
যে কোনো দূর্যোগ-দূঃসময়ে আমি অতীতেও ওয়ার্ডবাসীর পাশে ছিলাম, ভবিষ্যতেও ওয়ার্ডবাসীর সুখে-দূখে সবসময় পাশে থাকবো মন্তব্য করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা, সাবেক কাউন্সিলর ও আসন্ন চসিক নির্বাচনে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ এয়াকুব বলেছেন, বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। কিন্তু কতিপয় সুবিধাভোগীদের কারণে নেত্রীর এবং দলের ভাবমর্যাদা ক্ষুন্ন হচ্ছে। কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ এয়াকুব গতকাল বিকেলে আতুরার ডিপোস্থ বাসভবণ প্রাঙ্গণে তাঁর মিষ্টি কুমড়া প্রতিকের সর্মথনে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সৈয়দ মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আওয়ামী লীগ নেতা মো. নুরুল আমিন, এস্কান্দর এস্কু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ছালেহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল মাহমুদ, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফরিদ, পশ্চিম ষোলশহর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা পারুল, কাউন্সিলর প্রার্থী নূর তাজ বেগম, শাহনাজ বেগম, মোস্তাক আহমেদ, আবুল হাশেম, এসএম নাসির উদ্দিন, আজম খানসহ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এইচ এম সোহেল :
২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এইচ এম সোহেল বাদ আসর ছোটপুল শেখ দেওয়ান আলী জামে মসজিদে আছর নামাজ আদায় করে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদেরকে সাথে নিয়ে পশ্চিম বেপাড়ী পাড়া আমিরুজ্জামান সরকারের বাড়ী, মুন্সি মিয়ার বাড়ী, নুর আহম্মদ সঃ বাড়ী, সেকান্দর কোম্পানীর বাড়ী, ছালে আহম্মদ সওঃ বাড়ী, মোবারক আলী শাহ মাজার বাড়ীর এলাকাবাসীর কাছে ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এইচ এম সোহেল।
হাসান মুরাদ বিপ্লব :
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের ব্যাপ্টটিস্ট মিশন রোড, মসজিদ গলি ও শাহাজীর পাড়ায় ব্যাপক গণসংযোগ করে। গণসংযোগে উপস্থিত ছিলেন এডভোকেট ছালেহ আহমেদ সিদ্দিকী, ওসমান গনি বাবলু, মিজানুর রহমান, বিপুল ধর বাপ্পু, আবু বক্কর সিদ্দিক, এডভোকেট প্রদীপ দাশ, রুহি দাশ, টিংকু দাশ, দিলীপ দাশ, আকাশ দাশ, রনজিত দাশ, মো. জাহাঙ্গীর, মো. নিয়াজ, মো. রুবেল মোছাম্মৎ পাখি খাতুন, মো. কাইয়ুম, মিজান।
মোহাম্মদ সালাহউদ্দিন :
৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, আধুনিকায়ন ও বর্জ্যরে পুনর্র্ব্যবহার নিশ্চিতকরণ, স¦াস্থ্যসেবা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসনের জন্য সমন্বিত ড্রেনেজ নেটওর্য়াক গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সালাহউদ্দিন গত ১৮ জানুয়ারি ফিরিঙ্গিবাজার দোভাষ বাড়ি হতে নৌকা মার্কা ও ঘুড়ি মার্কার প্রচারণা শুরু করেন। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সদস্য ইমরান কাদের, নাসির আহমেদ, শামসুউদ্দিন আহমেদ, আবদুল মান্নান, খোরশেদ আলম, মোবারক আলী, আবু বক্কর, হাজী নেছার আহমেদ, এবিএম গিয়াস উদ্দিন, ফরহান আহমেদ, শাহ তামরাজ উল আলম, এসকান্দর মীর্জা, মাসুদ আহমেদ, মো: সাকি, আলহাজ¦ নিজাম উদ্দিন, ইয়াছিন খোকন, মো: সোলায়মান, সাইফুল ইসলাম, আবু বক্কর সেলিম, মো: ইউসুপ, প্রবীর দাশ, আজিম উদ্দিন, মো: হোসেন, , মো: মামুন, মো: রিংকু, আজম রনি, এয়াকুব আহমেদ, নাসির আহমেদ, মো: ইউনুস, আব্দুল করিম, বশির আহমেদ রুবেল, হুমায়ুন কবীর হেলাল, খোরশেদ আলম, মাঈনু্িদ্দন হোসাইনী, মো: নিয়াজ, রুবেল খান, আবুল কালাম প্রমুখ।
শহিদুল আলম :
আগামী ২৭ জানুয়ারির অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলমের সমর্থনে গত ১৮ জানুয়ারি বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সবুজবাগ আবাসিক এলাকার মনজু টাওয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতা মনজুরুল হক মনজুর সভাপতিত্বে ও মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শহিদুল আলমের ঘুড়ি, মেয়র প্রার্থী রেজাউল করিমের নৌকা ও শাহিন আকতার রোজীর আনারস প্রতীকের সমর্থনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোজাফফর আহমদ, মোস্তফা নাজিম পাশা, নাজিম উদ্দীন, আদিল আহমদ মজুমদার,সরওয়ার আলম, এয়ার মোহাম্মদ পেয়ারু, শফিউল ইসলাম শামীম, কামাল আহমদ, অভিজিৎ চক্রবর্ত্তী, এম এ হান্নান, গোলাম আজম, সরওয়ার উদ্দীন, আব্দুল হাকিম,শাহেদ মুরাদ শাকু, আমিনুল ইসলাম আজাদ, নাজিম দেওয়ান, রাহুল দাশ, আহমেদ শুভ, আফজার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
কফিল উদ্দিনের গণসংযোগ :
নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন খান। তিনি গতকাল ১৮ জানুয়ারি ট্রাক্টর প্রতীক নিয়ে পাঁচলাইশ ওয়ার্ডের ফকিরাবাদ, বকসুনগর, গোলবাগ, বক্তপুর, পাঠানপাড়ায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি পাঁচলাইশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় ট্রাক্টর মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। পাশাপাশি তিনি আওয়ামী লীগের প্রতীক নৌকার পক্ষেও জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন এয়াকুব লেদু, জাহাঙ্গীর খাদেম, আব্দুর রহিম, মো. মুছা, সেলিম রনি, আমিনুল ইসলাম সুমন, আব্দুল মন্নান, মো. সেলিম, মো. ইব্রাহিম, নুরুল আলম প্রমুখ। গণসংযোগে বিপুল সংখ্যক সাধারণ মানুষের সমাগম ঘটে।
রাধা দেবীর গণসংযোগ:
নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ১১, ২৫ ও ২৬নং (দক্ষিণ কাট্টলী-রামপুর-উত্তর হালিশহর) ওয়ার্ডের সংরক্ষিত-১০ আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান নারীনেত্রী রাধা রানী দেবী (টুনটু মুন)। তিনি গতকাল ১৮ জানুয়ারি রামপুর ওয়ার্ডের আমতল, ফকির গলি, কেতুরা মসজিদ, ধোপাপাড়া সহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তার প্রতীক বই প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান। এসময় তিনি উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা ফেরদৌস হুদা চৌধুরী, রাজনীতিবিদ মিজানুর রহমান কাজল, এম.এ নেওয়াজ, এরশাদ হোসেন, মানিক চন্দ্র নাথ, মাজহারুল আমিন জামশেদ, মো. আলভিরাস শিশু, লাকী দেবী প্রমুখ।