মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা রাঙামাটি

29

রাঙামাটি পৌরসভার আসন্ন নির্বাচনে গত শনিবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী। মনোনয়নপত্র জমাকালে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসারের কার্যালয়ে দলের বিপুল সংখ্যক জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে। এ ধারাবাহিকতা আমি অব্যাহত রাখবো। ৫ বছরের মধ্যে এক বছর করোনায় চলে গেছে এবং আরেকটি বছর চলে গেছে ভ‚মি ধসে। তিন বছর আমি হাতে পেয়েছি। এবার আমি মেয়র হলে পৌরসভার উন্নয়ন ধারাবাহিকতার অব্যাহত রাখতে অম্পূর্ণ কাজগুলো আমি শেষ করতে পারবো। শান্তি আমি জাতিবর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা চাই। গত ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী, জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী এড. মামুনুর রশিদ। এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী অমর কুমার দে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. ইসমাইল হোসেন ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রজেশ চাকমা। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রæয়ারি। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গত ১৭ জানুয়ারি। ১৯ জানুয়ারি যাচাই-বাছাই এবং ২৬ জানুয়ারি প্রর্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন ঘিরে মুখর হয়ে উঠছে রাঙামাটি পৌর এলাকা। জমছে নির্বাচনী হাওয়া।

সাতকানিয়া

সাতকানিয়া পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন একেএম মোর্শেদ। গত ১৭ জানুয়ারি সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইনের কাছে তিনি মনোয়নয়ন ফরম জমা দেন। ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল মন্নান, রকিবুল হক দিপু, সদস্য নাজিম উদ্দিন লালু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, কবির মেম্বার, সৈয়দ মেম্বার, মাস্টার শফিকুল ইসলাম, মাস্টার মোহাম্মদ, আহমদ হোসেন, নুরুল ইসলাম, ইউসুফ, দুলা মিয়া, নজরুল ইসলাম, মো. ওসমান, আয়াস তানজি, ওয়ালেসা, ওয়াহিদ, জিল্লু, লোকমান, ভুট্টু, মো. এনাম, মোহাম্মদ আলমগীর, আবুল কাশেম, মো. শাহজাহান, মো. শফিক, সরওয়ার আলম, মোহাম্মদ বাবুল, নুরু মেম্বার, মোহাম্মদ আইয়ুব মিয়া, সাইফুল ইসলাম, মোহাম্মদ সগির, মো. নাছির প্রমুখ।