মেসি-রোনালদোর জায়গা নেবে নেইমার-এমবাপে

20

একদশক ধরে ফুটবলে নিজেদের দাপট ধরে রেখেছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনের পর আর কোনো মহাকাব্যিক দ্বৈরথ দেখা যাবে কিনা এমন প্রশ্ন ওঠে প্রায়ই। আর্সেনালের সাবেক কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার দ্বৈরথ নিয়ে কথা না বললেও বলেছেন মেসি-রোনালদোর যোগ্য উত্তরসূরি বর্তমানেই উপস্থিত, তারা পিএসজির দুই তারকা নেইমার ও কাইলিয়ান এমবাপে।
ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব ব্যালন ডি’অরের ট্রফির শেষ ১২টির ১১টিই নিজেদের মধ্য ভাগাভাগি করেছেন মেসি-রোনালদো। মেসির ৬, রোনালদোর ৫টি। ওয়েঙ্গারের মতে দুজনের রাজত্ব সামনে শেষ হতে চলেছে। সেখানে ভাগ বসাবেন নেইমার ও এমবাপে।