মেসির বিশ্বরেকর্ড যা নেই আর কারও

30

বর্তমানে সেরা ফুটবলার কে? এমন প্রশ্ন করা হলে উত্তর আসবে দুই ধরনের। কেউ উচ্চারণ করবে লিওনেল মেসির নাম আবার কেউ ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। এ বিতর্কটা চলবে আরও কয়েক বছর। তবে বিতর্ক থাকলেও সবাইকেই মেনে নিতে হবে, বেশকিছু জায়গায় মেসি বেশ এগিয়ে রোনালদোর চেয়ে। আর্জেন্টিনা ও বার্সেলোনার এই তারকার গোল এখনো রোনালদোর সমান না হলেও খেলাপ্রতি গোলের হিসাবে এগিয়ে মেসিই। তাছাড়া, গোলে সহযোগিতায়ও মেসি বেশ এগিয়ে। রোনালদোর চেয়ে আর্জেন্টাইন তারকা এবার গোলেও এগিয়ে আছেন।
এ বছর ১৫ ম্যাচে মেসি যেখানে গোল করেছেন ১৫টি, সেখানে ১৭ ম্যাচে মাত্র ১১ গোল রোনালদোর। এবার লা লিগায় ১৫ গোল করে একটি বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন এই তারকা। রেকর্ডটা হচ্ছে টানা ১১ মৌসুমে লিগে ১৫ বা তার বেশি গোল করার। মেসিই একমাত্র খেলোয়াড় যে কিনা টানা ১১ সিজনে ১৫টি গোল করতে পেরছেন। পরশু প্রথমার্ধের শেষ মিনিটে সেল্টা ভিগোর গোলকিপারকে বোকা বানিয়ে এই রেকর্ডটি স্পর্শ করেন তিনি।