মেসির ওপর আস্থা আর্জেন্টিনা কোচের

45

কোপা আমেরিকায় এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি লিওনেল মেসি। তবে শিষ্যের ওপর আস্থা অটুট আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির। টুর্নামেন্টে দলের অধিনায়কের খেলায় সন্তুষ্ট তিনি। ব্রাজিলের এই আসরে গ্রæপ পর্ব ও কোয়ার্টার-ফাইনাল মিলিয়ে এ পর্যন্ত খেলা চার ম্যাচে মাত্র ১ গোল করেছেন মেসি। সেটিও প্যারাগুয়ের বিপক্ষে গ্রæপ পর্বের ম্যাচে পেনাল্টি থেকে। মেসি নিজেও স্বীকার করেছেন সেরাটা দিতে না পারার কথা। তবে গোল সংখ্যা দিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাকে যাচাই করতে রাজি নন স্কালোনি। ব্রাজিলের বিপক্ষে সেমি-ফাইনালের আগের দিন বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডের প্রশংসায় আবারও পঞ্চমুখ হলেন আর্জেন্টিনা কোচ।
‘সে প্রতি ম্যাচে তিন গোল করছে বা ড্রিবলিং করে পাঁচ প্রতিপক্ষকে পেছনে ফেলছে- আমরা এটা দেখতে অভ্যস্ত। কিন্তু আমরা তার কাছে অন্য কিছু চাইছি। তার কাজ নিয়ে আমরা অনেক সন্তুষ্ট। সে কাজের বোঝা নিজের কাঁধে নিয়েছে। সে আমাদের পতাকা-বাহক। ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড়।’
ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়ে ভুরিভুরি শিরোপা জেতা মেসির জাতীয় দলের হয়ে নেই উল্লেখযোগ্য কোনো সাফল্য। এ পর্যন্ত তিনটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপের ফাইনালে হারের তেতো স্বাদ পেতে হয়েছে তাকে। জাতীয় দলের হয়ে মেসির সাফল্য খরা দূর করতে দলের সবাই উন্মুখ হয়ে আছে বলেও জানান স্কালোনি। ‘খেলোয়াড়রা তাকে খুব ভালোবাসে। এই টুর্নামেন্টটা মেসির জন্য জিততে চাওয়ার কথা তারা মাঝেমাঝে বলে।’ ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ের আর্জেন্টিনার হয়ে কোনো শিরোপা নেই.. শুধু সে নয়, আমরা সবাই জিততে চাই।’