মেসিকে নিয়ে জল্পনা চলছেই

25

মেসি কি বার্সেলোনায় থাকবেন? না কি তার গায়ে দেখা যাবে ইউরোপের অন্য কোনও ক্লাবের জার্সি? প্রশ্নদু’টির উত্তর খুঁজছেন অনেকেই। এদের মধ্যে রয়েছেন ফুটবল বিশেষজ্ঞ, এজেন্ট এবং সর্বোপরি বার্সেলোনা অনুরাগীরা। ২০২১’এ কাতালন ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার। চুক্তি নবীকরণ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও, বেশ কয়েকটি কারণে তা থমকে যায়। ক্লাবের অন্দরে একের পর এক ঘটনার জেরে বেশ বিরক্ত মেসি। যার ফলে ব্যক্তিগত মহলে ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। গত সপ্তাহে কোচ কিকে সেতিয়েনের সঙ্গে সমস্যা বাড়াতে মেসির বার্সা ছাড়ার গুঞ্জন আরও শক্তিশালী হয়। আর সেই সুযোগেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে অনেকেই। ইতোমধ্যেই ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও জুভেন্টাস মেসিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে বার্সেলোনা সভাপতি জোসেফ বার্তোমেউয়ের দাবি, কেরিয়ারের শেষ পর্যন্ত ক্যাম্প ন্যু’তে থাকবেন বলে তাকে কথা দিয়েছেন মেসি। তিনি বলেন, ‘লিওর সঙ্গে আমার কথা হয়েছে। ক্লাব সম্পর্কে ওর কোনও ক্ষোভ নেই। আমরা আরও অনেকদিন এলএমটেনের খেলা উপভোগ করব। এর থেকে বেশি কিছু এখনই বলতে চাই না।’ বার্সেলোনা সভাপতি মেসির থাকা নিয়ে দাবি করলেও, তা ফুটবলমহলে বিশাল গুরুত্ব পাচ্ছে না। কারণ, এরকম দাবি সাম্প্রতিক অতীতেও বার্তোমেউ করেছেন। কিন্তু মেয়াদ বাড়ানোর চুক্তিপত্রে সই করেননি মেসি। জানা গিয়েছে, ইন্টার মিলান যে কোনও মূল্যে তাকে পেতে মরিয়া।