মেরিন ফিশারিজ একাডেমি মাল্টি ল্যাঙ্গুয়েজ ল্যাবের যাত্রা শুরু

32

জাতির জনক বঙ্গবন্ধুর হাতেগড়া প্র্র্র্র্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমিতে ‘এডভান্সড ডিজিটাল মাল্টি মিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট উইথ ডিজিটাল মাল্টি ল্যাঙ্গুয়েজ ল্যাব সিস্টেম’ চালু করা হয়েছে।
গতকাল মেরিন ফিশারিজ একাডেমির ইনফরমেশন টেকনোলজি ল্যাবে এ সিস্টেমের উদ্বোধন করা হয়। এটি স্থাপন করেন চট্টগ্রামের আইটি ফার্ম টেক্সচার সফটওয়্যার টেকনোলজি লিমিটেড।
টেক্সচার সফটওয়ার টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন বাবুল ভূঁইয়া বলেন, ‘এডভান্সড ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট উইথ ডিজিটাল মাল্টিল্যাঙ্গুয়েজ ল্যাব সিস্টেম’ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের উদ্ভাবিত সফটওয়্যার মেরিন ফিশারিজ একাডেমির মাধ্যমে যাত্রা শুরু করেছে। ইনশাআল্লাহ এ সিস্টেম দেশের প্র্র্র্র্রতিটি শিক্ষা প্র্র্র্র্রতিষ্ঠানে আধুনিক পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটির মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই কার্যকর শিক্ষা শৈলী রপ্ত করতে পারবেন।
মেরিন ফিশারিজ একাডেমির ঊর্ধ্বতন প্র্র্র্র্রশিক্ষক (মেরিন) প্র্র্র্র্রকৌশলী সরোজিত কুমার মÐল বলেন, ‘একাডেমিতে এ সিস্টেম নতুন মাত্রা যোগ করবে। বর্তমান সরকার দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। দেশে প্রযুক্তিখাতে নীরব বিপ্লব হচ্ছে। এ অগ্রযাত্রায় আমাদের পিছিয়ে থাকলে চলবে না। প্র্র্র্র্রতিটি একাডেমিতে যদি শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করতে এমন উদ্যোগ গ্রহণ করা যায়, তাহলে দেশ ডিজিটালাইজেশনের দিকে আরও একধাপ এগিয়ে যাবে।’
মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাশুক হাসান আহমেদ পূর্বদেশকে বলেন, আমি আমার একাডেমির সকল শিক্ষার্থীদের তথ্য সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর পাঠদানের উদ্যোগ গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় টেক্সচার সফটওয়্যার টেকনোলজির সহায়তায় মেরিন ফিশারিজ একাডেমিতে এডভান্সড ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট উইথ ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ল্যাব সিস্টেম যোগ করি। এ সিস্টেম শিক্ষার্থীদের ক্লাসরুমে আরও মনোযোগী ও আগ্রহী করে তুলবে এবং শিক্ষকগণও আনন্দের সাথে পাঠদান করতে পারবেন। আবার শিক্ষকরা নিজের অবস্থান থেকে প্রতিটি শিক্ষার্থীকে আলাদা করে পর্যবেক্ষণ করতে পারবেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ একাডেমির ঊর্ধ্বতন প্রশিক্ষক (নেভিগেশন) লে. কমান্ডার মো. নজরুল ইসলাম, প্র্রশিক্ষক (ফিস প্রসেসিং) মো. মাহবুব আলম, প্র্রশিক্ষক (নেভাল আর্কিটেক্ট) লে. মাহমুদর রহমান জাকির, প্র্রশিক্ষক (মেরিন) নাঈম সামসুদ্দোহা, প্র্রশিক্ষক (নেভিগেশন) মো. মাজহারুল ইসলাম, প্র্রশিক্ষক (রেডিও কমিউনিকেশন) লে. এ কে এম কাওসার জাহান, জুনিয়র প্র্রশিক্ষক (কোয়ালিটি কন্ট্রোল) সেলিনা সুলতানা, এডুকেশন অফিসার (ফিজিক্স) মো. মনিরুজ্জামান, মেরিন ফিশারিজ একাডেমির জুনিয়র প্র্রশিক্ষক (ইলেকট্রিক্যাল) প্রকৌশলী এফএম নিজাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাশিয়া সরকারের সহায়তায় যাত্রা শুরু করে মেরিন ফিশারিজ একাডেমি। ১৯৮৮ সালের ২০ এপ্রিল এটি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পাঠদান কার্যক্রম শুরু করে।