মেডিকেল টেকনিকেল বিষয়ে সুপন্ডিত ছিলেন রফিকুল হক

42

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর সাবেক টেজারার অধ্যাপক ডা. কাজি রফিকুল হক-পিএইচডি স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, তিনি উচুঁমাত্রায় অধ্যয়নকারী ও অধ্যাপনায় নিভৃত ছিলেন আজীবন। একাধারে ৫০ বছর এনাটমির শিক্ষক থাকাকালে একজন বিজ্ঞ শিক্ষক হিসেবে বাংলা, ইংরেজি, আরবি, উর্দূ, হিন্দী এবং মেডিক্যাল টেকনিক্যাল বিষয়ে সুপন্ডিত ছিলেন তিনি। এতে প্রধান আলোচক ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর প্রো-ভিসি অধ্যাপক নুরুল আবছার। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর (ইউএসটিসি) সাবেক এই নিভৃতচারী শিক্ষক স্মরণে এক নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল গত ৪ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নাগরিক স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবাঁয়ক অ্যাডভোকেট লায়ন আলহাজ মোহাম্মদ সলিমুল্লাহ।
উক্ত নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আ.ন.ম আবদুল মোক্তাদির, চট্টগ্রাম জেলা আইনজীবঅ সমিতির সাবেক নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ.এম. আনোয়ারুল কবির, সোনালী ব্যাংক লিমিটেডের জিএম আবুল কালাম আজাদ, জনতা ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম আবুল কাসেম, স›দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি এনায়েত উল্লাহ, স›দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সফল আহবায়ক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল মাওলা, বিশিষ্ট আইনজীবঅ যথাক্রমে মো. ইমলাক ও সেকান্দর বাদশা। বিজ্ঞপ্তি