মেডিকেল ক্যারিয়ার : প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট সম্মেলন

66

চট্টগ্রামে প্রথমবারের মত তরুণ-নবীন চিকিৎসকদের নিয়ে আয়োজিত সম্মেলনে বক্তারা বলেছেন, ‘এ জাতীয় অনুষ্ঠান, উদ্যোগ মেডিকেল সেক্টরে ক্যারিয়ার গঠনে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলো নিয়ে সম্যক ধারণা অর্জন করেছেন অংশগ্রহণকারীরা। এখান থেকেই নিজের বুদ্ধিমত্তা, নিজস্ব চিন্তা-চেতনা, ধারণা এবং নিজের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীর লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। আমরা বলব এটি একটি মাইলফলক উদ্যোগ।’
গত বৃহস্পতিবার নগরের ইউএসটিসির মাওলানা ভাসানী অডিটোরিয়ামে ‘মেডিকেল ক্যারিয়ার : প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট’ শীর্ষক ব্যতিক্রমী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। মেডিক্যাল শিক্ষার্থী এবং চিকিৎসক ভিত্তিক স্বেচ্ছাসেবী স্বাস্থ্য বিষয়ক সংগঠন ‘ইয়াং সোশ্যাল এক্টিভিজম বাংলাদেশ’ (ওয়াই স্যাব) এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে দেশের সরকারি-বেসরকারি ২০টি মেডিকেল কলেজ হাসপাতালের ৩২০ তরুণ চিকিৎসক অংশ গ্রহণ করেন।
সম্মেলনে ‘মেডিক্যাল উচ্চশিক্ষার খুঁটিনাটি’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রিচার্স ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল, ‘ক্যারিয়ার সম্পর্কিত সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন কনসালটেন্ট ফিজিয়াট্রিস্ট ডা. মুহিব্বুর রহমান রাফি, ‘জনস্বাস্থ্য, স্বাস্থ্য প্রশাসন এবং নেটওয়ার্কিং’ বিষয়ে উপস্থাপন করেন ডা. মোহাম্মদ আসিফ খান, ‘আমেরিকায় মেডিক্যাল শিক্ষা এবং পেশা’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ডা. মোহাম্মদ মোরশেদ আলম খান, ‘রোড টু এমআরসিপি’ বিষয়ে উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এস এম আমানত উল্লাহ। সম্মেলনে বিশেষ সম্মাননা দেওয়া হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মনিরা খাতুনকে। উপস্থিত ছিলেন ওয়াই স্যাব’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হামিদ হোছাইন আজাদ, সাধারণ সম্পাদক ডা. আতাউল হোসেন লাবিব, ওয়াই স্যাব চিকিৎসক পরিষদের সদস্য ডা. রায়হান হোছাইন, ডা. সুমাইয়া শায়কা নুরছেদ, ডা. ইসরাত শাহরিন আরাফাত প্রমুখ।
সম্মেলনে ‘মেডিক্যাল উচ্চশিক্ষার খুঁটিনাটি’ বিষয়ে অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল বলেন, ‘মেডিকেল শিক্ষা একটি বৃহত্তম জগত। এই জগতে জানার কোনো শেষ নেই। মেডিকেল জ্ঞান নিয়ে যত বেশি দক্ষ হওয়া যাবে, ততবেশি জানা যাবে এবং মানুষের সেবা দেওয়া সম্ভব হবে।’
‘ক্যারিয়ার সম্পর্কিত সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়ে ডা. মুহিব্বুর রহমান রাফি বলেন, ‘প্রতিটি পেশায় থাকে সমস্যা, সংকট এবং চ্যালেঞ্জ। মেডিকেল জগতও এর ব্যতিক্রম নয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় জ্ঞান, ধৈর্য্য, কৌশল এবং দক্ষতার সঙ্গে।’
‘জনস্বাস্থ্য, স্বাস্থ্য প্রশাসন এবং নেটওয়ার্কিং’ বিষয়ে ডা. মোহাম্মদ আসিফ খান, ‘জনস্বাস্থ্য, স্বাস্থ্য প্রশাসন এবং নেটওয়ার্কিং একটির সঙ্গে অপরটির অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে জনস্বাস্থ্য বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল।
‘মেডিক্যাল এডুকেশন এন্ড ক্যারিয়ার ইন ইউএসএ’ বিষয়ে ডা. মোহাম্মদ মোরশেদ আলম খান বলেন, ‘উন্নত বিশ্বে মেডিকেল শিক্ষায় নিজের অবস্থান তৈরি করতে চিকিৎসা উপকরণের সর্বশেষ সংযোজন নিয়ে তার অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে। অন্যথায় নানা সমস্যার সম্মুখিন হওয়ার সম্ভাবনা থাকে।’
‘রোড টু এমআরসিপি’ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এস. এম আমানত উল্লাহ বলেন, ‘এমআরসিপি মেডিকেল জগতে সমাদৃত একটি বিষয়। আমি বলব, আপনারা সবাই এই ডিগ্রি অর্জনে যতটুকু সম্ভব প্রস্তুতি গ্রহণ করবেন।’