মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভকারীদের পেটাল হংকংয়ের পুলিশ

15

কয়েক হাজার বাসিন্দা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে শহরজুড়ে বিক্ষোভ দেখানোর পর হংকংয়ের পুলিশ কয়েকটি মেট্রো স্টেশনে ঢুকে সন্দেহভাজন আন্দোলনকারীদের বেধডক পিটিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ট্রেনযাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহারের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ বলছে, ‘উগ্র প্রতিবাদকারীরা’ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এমন খবর পেয়েই তারা ঘটনাস্থলগুলোতে গিয়েছিলেন। মেট্রো স্টেশনগুলোতে সহিংসতায় আহত ও গ্রেপ্তাররা সবাই শনিবারের বিক্ষোভে অংশ নিয়েছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। হংকংয়ে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় চীন সরকারের নিষেধাজ্ঞার ৫ বছর পূর্তিতে বিক্ষোভকারীরা এদিন শহরটির বিভিন্ন সড়কে জড়ো হয়েছিল। তারা আগুন জ্বালানো ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে পেট্রোল বোমা ছোড়ার পাশাপাশি পার্লামেন্ট ভবনেও আক্রমণ চালায়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহারের পাশাপাশি কাঁদানে গ্যাস বিক্ষোভকারীরা এদিন ও রাবার বুলেট ছোড়ে। আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে তারা কয়েক রাউন্ড তাজা গুলিও ছুড়েছে। চীনের এ বিশেষ প্রশাসনিক অঞ্চলের কর্তৃপক্ষ গণতন্ত্রপন্থি কয়েক নেতা ও আইনপ্রণেতাকে গ্রেপ্তারের পরদিন শহরটিতে এ বিক্ষোভ হয়। বিচারের জন্য বাসিন্দাদের চীনের মূল ভূখÐে পাঠানোর সুযোগ রেখে আইনের সংশোধনী করতে আনা একটি বিলকে ঘিরে হংকংজুড়ে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ এ নিয়ে টানা ত্রয়োদশ সপ্তাহে গড়াল।
আন্দোলনের মুখে হংকংয়ের বেইজিংঘনিষ্ঠ সরকার বিলটি পাসের পরিকল্পনা থেকে পিছু হটলেও বিক্ষোভকারীদের শান্ত করা যায়নি; তারা এখন অধিক গণতন্ত্র ও বিক্ষোভে পুলিশি নির্যাতনের নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে।
শনিবার একদল বিক্ষোভকারী হংকংয়ের কোলুন এলাকার প্রিন্স অ্যাডওয়ার্ড ও মোং কোক স্টেশনে জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয় বলে জানায় বিবিসি।
‘উগ্র প্রতিবাদকারীরা’ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি করছে এমন খবর পেয়ে টুইটারে ঘটনাস্থলের দিকে রওনা হওয়ার কথা জানায় হংকংয়ের পুলিশ। শহরটির সরকারও পরে এক বিবৃতিতে একদল বিক্ষোভকারী রেলপথের ওপর লোহার রেলিং ও অন্যান্য জিনিস ফেলে রেখেছিল ও অগ্নিসংযোগ করেছিল বলে জানায়। ‘ট্রেন থামার পর পুলিশ ভেতরে ঢুকে লাঠি দিয়ে আমাকে দুইবার আঘাত করে।
তারা আমাকে গ্রেপ্তার করেনি, কেবল তাদের রাগ আমার উপর ঝেড়েছে,’ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সাউথ চায়না মর্নিং পোস্টকে এমনটাই বলেছেন।