মেঘ ও বন

42

মেঘের সাথে বন বনানীর নিবিড় আত্মীয়তা
ঘনালে মেঘ পাতার সাথে জমায় কতো কথা।
মেঘের বাতাস সুড়সুড়ি দেয় পাতার ভাঁজে ভাঁজে
সবুজ পাতা হেসে হেসে মরে যেন লাজে।

ক্ষণেক পরে মেঘের মেয়ে বৃষ্টি হয়ে নামে
নতুন কুঁড়ি ছন্দে নাচে একটুও না থামে।
অনেক কথা দুইজনাতে আছে যেন জমা
বৃষ্টি বনের ছলাকলায় ভুবন তিলোত্তমা।

এরই মাঝে রঙ ছড়িয়ে দেয় উঁকি রঙধনু
নতুন সাজে সাজলো যেন মেঘ বালিকার তনু।
উদার মেয়ে সে সাতটি রঙ আচমকা দেয় ঝেড়ে
ফুল কলিদের পাঁপড়ি যতো বনের সকলেরে।

সে রঙ পেয়ে যেমন খুশি তেমন মাখে গায়ে
বিনিময়ে কুসুম ছড়ায় সুগন্ধ ডান বায়ে।
এমনতরো মিতালীতে সবাই আত্মহারা
মেঘ ও বনের এ উৎসবে পড়েছে আজ সাড়া।