মেক্সিকোতে দাবানল নিহত ৩

20

মেক্সিকোর কর্মকর্তারা তাদের দেশের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে দাবানলে ৩ জনের মৃত্যুর খবর দিয়েছেন। শুক্রবার বিকালে সীমান্তবর্তী শহর তিজুয়ানার ৫০ কিলোমিটার পূর্বে তেকাট শহরের কাছে মেক্সিকোর ন্যাশনাল ফরেস্ট কমিশন কনাফর বনে আগুন লাগার বিষয়টি প্রথম জানতে পারে। এর পরপরই আশপাশের এলাকাগুলো থেকে কয়েকশ লোককে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১৪ হাজার হেক্টর বনাঞ্চলজুড়ে বিস্তৃত দাবানলটি মোকাবেলায় দেড়শর মতো দমকল কর্মী মোতায়েন করা হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তিজুয়ানার দক্ষিণপশ্চিমাঞ্চলে এবং এনসেনাদা শহরের কাছে বনে আরও দুটি দাবানলের কথা জানতে পেরেছে কনাফোর। এসব এলাকার এক হাজার ৬০০রও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি মহাসড়ক। দাবানলে এখন পর্যন্ত চারজনের আহত হওয়ারও খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স।