মৃত্যুর পরও মহৎ কর্মগুণে মানুষ অমরত্ব লাভ করে

107

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেছেন, মানবজীবনের সবচেয়ে বড় অর্জন হলো মহৎকর্ম। মৃত্যুর পরও মানুষ তার মহৎ কর্মগুণে অমরত্ব লাভ করে। সমাজহিতৈষী ও সংগঠক প্রদীপ দাশ এই পর্যায়ের একজন মহৎ ব্যক্তি। দৈহিক মৃত্যু ঘটলেও তার মহৎ কর্ম আজ আমাদের মাঝে শাশ্বত অম্লান। মৃত্যু মানুষের জীবন যাত্রাকে থামিয়ে দেয়। কিন্তু নিজ কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে অনন্তকাল। কর্মের দ্বারাই মানবমনে স্থায়ীভাবে জায়গা করে নেয়া যায়। শুক্রবার বিকালে এডেসান গ্রুপের নির্বাহী পরিচালক প্রয়াত শিল্পপতি প্রদীপ দাশ রচিত ‘চেতনার অভিমুখে যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও স্মারক বক্তৃতামালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর চেরাগী পাহাড় সুপ্রভাত স্টুডিও হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডেসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনকড়ি চক্রবর্তী। অনুষ্ঠানে মঙ্গলবাণী পাঠ করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। দীপ প্রজ্বালন করেন প্রয়াতের সহধর্মিনী অধ্যাপক শুভ্রা দাশ। অতিথি ছিলেন উপ-সচিব (অব.) দিলীপ কুমার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। সংগঠক পলাশ কান্তি নাথ রণী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগীশিক’র প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর সাধারণ সম্পাদক শিল্পী আচার্য্য, অধ্যক্ষ প্রফেসর মিনা দাশ। স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত প্রদীপ দাশের কন্যা ডা. মৌমিতা দাশ, পুত্র শুভ্রজিৎ দাশ (শুভ), অরিজিৎ দাশ (অভ্র)। গীতাপাঠ করেন নিঝুম দাশ বৃষ্টি, সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী তন্দ্রা সিনহা মৌ, আবৃত্তি পরিবেশন করেন নিশাত রহমান নিশু ও অন্বেষা চক্রবর্তী শিবা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রয়াত প্রদীপ দাশ রচিত ‘চেতনার অভিমুখে যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি